চুয়াডাঙ্গা জেলা সদর থেকে অপহৃত শিশু মো. তামিম হোসেনকে (০৭) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রাম থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় অপহরণের সঙ্গে জড়িত মো. আল-আমিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২’এর অধিনায়ক মো. মারুফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার আল-আমিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মেষতলী বাজার গ্রামের মো আব্দুল কাদেরের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, থানায় অপহরণ মামলা
এতে আরও বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা সদরের হানুরবাড়াদি গ্রামের মো. সুন্নত আলীর সঙ্গে প্রায় ২ মাস আগে মো. আল-আমিনের বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্বের সুযোগে বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে হানুরবাড়াদি গ্রাম থেকে কৌশলে ফুসলিয়ে শিশু তামিমকে অপহরণ করে আল-আমিন।
এ ঘটনায় অপহৃত তামিমের পিতা সুন্নত আলী বাদী হয়ে গত বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এরপর র্যাব-১২ এর সদস্যরা বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশু তামিমকে উদ্ধারসহ প্রধান আসামি আল-আমিনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: অপহরণের ৬ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫