অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও তিনজন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ শপথ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
নতুন উপদেষ্টারা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ছিল ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে হয়েছে ২৪ জন।