সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলায় বিভিন্ন অভিযোগ রয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটি জাতির আকাঙ্ক্ষা। আমরা অত্যন্ত আশাবাদী।’
সরকারের মেয়াদকালে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সরকারের অন্যতম অংশীদার এবং আশা করা যায় যে পরবর্তী নির্বাচিত সরকার এ বিষয়ে নজর দেবে, কারণ এটি প্রজন্মের বিষয়।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের চাপ অব্যাহত থাকবে এবং বিশ্বব্যাপী এই চাপ তৈরি করা হবে।’
ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটি আমাদের শীর্ষ অগ্রাধিকার। আমরা এই পদক্ষেপ থেকে পিছিয়ে আসব না।’
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৩ জানুয়ারি বলেছেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যোগাযোগ করা হয়েছে, তবে এর বেশি কিছু বলার মতো পরিস্থিতি এখনো আসেনি।’
অন্যদিকে, ১ জানুয়ারি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘২০২৫ সালে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি বিষয়ের ওপর নির্ভরশীল নয়, দুই দেশের মধ্যে বহু দ্বিপাক্ষিক বিষয় রয়েছে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একটি বিষয়, তবে দুই দেশের পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়ও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা এগুলো নিয়ে একসঙ্গে এগিয়ে যাব।’