গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) হামার পরিচালিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনী ৩২ ফিলিস্তিনিকে হত্যা এবং ৮৮ জনকে আহত করেছে। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৯২৯ জনে দাঁড়িয়েছে। এই সময়ে আহত হয়েছে ৯২ হাজার ২৪০ জন।
ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় এখনও অনেক হতাহত রয়েছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি নিয়ে আরও আলোচনার পরিবর্তে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান হামাসের
এদিকে, মঙ্গলবার মধ্য গাজা উপত্যকার আল-বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় সাতজন নিহত হয়েছে।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার দাইর আল-বালা শহরে ইসরায়েলি বোমা হামলায় চারজন নিহত হয়েছেন।
শনি ও রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী দুটি নতুন জায়গা খালি করার আদেশ জারি করে। প্রাথমিকভাবে ওই অঞ্চলগুলো খালি রাখা হয়েছিল।
সোমবার (১১ আগস্ট) জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এ পর্যন্ত গাজা উপত্যকার প্রায় ৩০৫ বর্গকিলোমিটার বা প্রায় ৮৪ শতাংশ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গত ৪ জুলাই থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় উপত্যকার আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করা স্কুলগুলোতে ২১টি হামলা হয়েছে, যার ফলে নারী ও শিশুসহ কমপক্ষে ২৭৪ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ১০০