সম্প্রতি কঙ্গোর পূর্বাঞ্চলে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহীদের ধারাবাহিক প্রাণঘাতী অভিযান শুরুর পর বুধবার রাতভর হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) দেশটির একজন সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনি টেরিটরির ডিআরসি সামরিক মুখপাত্র ম্যাক হাজুকায়ে সিনহুয়াকে বলেন, এডিএফ বিদ্রোহীরা উত্তর কিভু প্রদেশের লুবেরো টেরিটরির মায়িকেনগো গ্রামে হামলা চালিয়েছে। এই অঞ্চলে এডিএফের প্রথম উপস্থিতি বলেও জানান তিনি।
আরও পড়ুন: কঙ্গোতে ভূমি অধিকার ও কর নিয়ে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় নিহত ১০
স্থানীয় সূত্রে জানা গেছে, নারী ও শিশুসহ নিহতদের অধিকাংশকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানিয়েছে, পার্শ্ববর্তী বেনি অঞ্চলে এডিএফ বিদ্রোহীদের বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার কয়েকদিন পর এই হামলা চালানো হয়। গত ৩ থেকে ৮ জুন পর্যন্ত কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন।
মধ্য আফ্রিকায় ইসলামিক স্টেটের সহযোগী এডিএফ উত্তর কিভু ও ইতুরি প্রদেশে সহিংস কর্মকাণ্ডের জন্য কুখ্যাত। এই অঞ্চল ২০২১ সালের মে থেকে অবরুদ্ধ রয়েছে। সামরিক ও পুলিশ কর্তৃপক্ষ বেসামরিক প্রশাসনকে পরিবর্তন করেছে।
হাজুকায়ে বলেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এডিএফ বিদ্রোহীদের আক্রমণের পুনরুত্থান কঙ্গো ও উগান্ডার সামরিক বাহিনীর যৌথভাবে কঠোর অভিযানের চাপের ফলাফল।
আরও পড়ুন: কঙ্গোর মধ্যাঞ্চলে বন্যায় একই পরিবারের ১০ জনসহ নিহত ২২