নিরাপদ সড়ক চাই আন্দোলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের’ (নিসচা) প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুলের সঙ্গে দেখা করতে যান ইলিয়াস কাঞ্চন।
আরও পড়ুন: দেশে নতুন চক্রান্তের সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল
তিনি বলেন, বৈঠকে সড়কে প্রাণঘাতী দুর্ঘটনা ও সড়কে বিশৃঙ্খলার সংখ্যা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে সড়ক নিরাপত্তার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা।
শায়রুল বলেন, ইলিয়াস কাঞ্চন 'নিরাপদ সড়ক চাই' ব্যানারে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনার কথা ফখরুলকে অবহিত করেন এবং অনুষ্ঠানে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে তাকে উপস্থিত থাকার অনুরোধ জানান।
ইলিয়াস কাঞ্চন বিএনপি নেতাকে 'নিরাপদ সড়ক চাই' পত্রিকার একটি প্রকাশনা উপহার দিয়েছেন বলেও জানান তিনি।