পুলিশকে জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে গড়ে তুলতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত ও 'পুলিশ কমিশন' গঠনের সুপারিশ করেছে বিএনপি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন সংস্কারের বিষয়ে কয়েকটি সুপারিশ তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘পুলিশ ছাড়া একটি রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না। কাজেই পুলিশ প্রায় জনগণের শত্রুতে পরিণত হয়ে গেলেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নেই। একে আবার সংস্কার ও শক্তিশালী করতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার (এই বাহিনী) সংস্কার এখন সময়ের দাবি।’
ক্ষমতাচ্যুত সরকারের আমলে বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলেও উল্লেখ করেন বিএনপির গঠিত পুলিশ প্রশাসন কমিটির আহ্বায়ক হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, 'পুলিশ বাহিনীকে জনগণের প্রতি সংবেদনশীল হতে হবে, জনগণকে সম্মান করতে হবে, জনগণকে রাষ্ট্রের মালিক হিসেবে বিবেচনা করতে হবে এবং তাদের সেবক হিসেবে তুলে ধরতে হবে, জনগণের প্রভু হিসেবে নয়, তাদের মধ্যে এই অনুভূতি সৃষ্টির জন্য আমরা বিভিন্ন সুপারিশ করেছি।’
আরও পড়ুন: আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় পর্যবেক্ষণের জন্য একটি পুলিশ কমিশন থাকতে হবে এবং এই কমিশন পর্যবেক্ষক হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, পুলিশের কার্যক্রম পর্যবেক্ষণ ও এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য প্রতিটি উপজেলায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে উপজেলা পর্যায়ের একটি নাগরিক কমিটি গঠন করতে হবে।
তাদের সুপারিশ বাস্তবায়ন হলে পুলিশ বাহিনীতে বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম দূর হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, 'পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্কের উন্নতি হবে এবং জনগণের জন্য পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি সহজতর হবে।’
তিনি বলেন, বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে পুলিশকে দুর্নীতিমুক্ত ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে বেশ কিছু সুপারিশ পেশ করেছে, যা মানবাধিকারের প্রতি আরও সংবেদনশীল হবে।
র্যাব বিলুপ্তি
তিনি বলেন, 'আমরা র্যাব বিলুপ্তির সুপারিশ করেছি, কারণ এই বাহিনী আন্তর্জাতিকভাবে নিন্দনীয় হয়ে উঠেছে। আর দেশের অভ্যন্তরে তারা তৈরি করেছে একটি দানব হয়ে উঠেছে..অনেক হত্যাকাণ্ড, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে র্যাব বাহিনীর সদস্যরা।’
তিনি বলেন, র্যাব এখন যে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব প্রাথমিকভাবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও থানাকে নিতে হবে, তারপর এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ‘আমরা মনে করি, এই মুহূর্তে র্যাব বিলুপ্ত হলে জনগণের কাছে একটি ভালো বার্তা যাবে।’
বিএনপির শাসনামলে এই বাহিনী গঠিত হলেও র্যাব বিলুপ্ত না করে কেন সংস্কার চায় না- এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানেও আছে যে, যখন একটি অঙ্গ সম্পূর্ণরূপে পচনশীল (গ্যাংগ্রিন) হয়ে নষ্ট হয়ে যায়, তখন তা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না।’
প্রস্তাবিত পুলিশ কমিশন সম্পর্কে বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানকে কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার এবং সংসদের অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে এটিতে পদায়ন করার পরামর্শ দিয়েছে। আট সদস্যের কমিশনে ক্ষমতাসীন ও বিরোধী দলের এমপি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকার কথাও উল্লেখ করেছে দলটি।
সংবাদ সম্মেলনে সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহুরুল ইসলাম, সাবেক দুই আইজিপি আবদুল কাইয়ুম, আশরাফুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাবার বাকশাল কায়েম করতে গিয়েই গর্তে পড়েছেন হাসিনা: রিজভী