গাজীপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক ভোগড়া বাইপাস এলাকা থেকে চান্দনা চৌরাস্তা গামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ওই অটোরিকশার ধাক্কা লাগে।
আরও পড়ুন: গাজীপুরে আইইউটির পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু
একপর্যায়ে অটোরিকশাটি ট্রাক ও কভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়।
অটোরিকশার তিনজন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এস আই দুলাল চন্দ্র জানান, নিহত চারজনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২