শনাক্তের হার
দেশে করোনায় মৃত্যু ১, বেড়েছে শনাক্তের হার
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৩৫ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩৪ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে পৌঁছেছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আট হাজার ৫৩৬ নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১২২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ছয় হাজার ১০৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত সাড়ে ৫৪ কোটি ছাড়াল
করোনা সংক্রমণ বাড়ছে, শনাক্তের হার ১০ শতাংশ ছাড়াল
২ বছর আগে
দেশে করোনায় শনাক্ত আরও ২৩
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায় নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় নতুন শনাক্ত হয়েছে ২৩ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনে পৌঁছেছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৬৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৭ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ৫১ কোটি ৭০ লাখ ছাড়াল
জনসনের করোনা ভ্যাকসিন ব্যবহার সীমিত করলো এফডিএ
২ বছর আগে
দেশে করোনা শনাক্ত ৪ জনে নেমেছে
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায় নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় নতুন শনাক্ত হয়েছে আরও চার জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৪৭ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার শূন্য দশমিক ১৮ শতাংশ।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যু এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৬ হাজার ৭৮৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ।
আরও পড়ুন: ডব্লিউএইচও থেকে বিনামূল্যে করোনার টিকা পাওয়া দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ
বিশ্বে করোনায় আক্রান্ত ৫১ কোটি ৫৫ লাখ ছাড়াল
২ বছর আগে
দেশে করোনায় শনাক্ত ৩৬
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় নতুন শনাক্ত হয়েছে ৩৬ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে পৌঁছেছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ।
আরও পড়ুন: সরকার ২৯ কোটির বেশি কোভিড ভ্যাকসিন ডোজ সংগ্রহ করেছে: প্রধানমন্ত্রী
২ বছর আগে
দেশে করোনায় কমছে মৃত্যু ও শনাক্ত
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও ১৯৮ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১০৮ জনে। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ২৫৩ জনে পৌঁছেছে।
এর আগে শুক্রবার করোনায় পাঁচজনের মৃত্যু এবং আরও ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিলো।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: করোনা টিকার পেছনে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার এক দশমিক ৭৭ শতাংশ।
শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮২১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৩৯ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬০ লাখ ৩৫ হাজার ছাড়াল
২ বছর আগে
দেশে করোনায় শনাক্তের হার কমেছে
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন মৃতদের মধ্যে ছয় জন পুরুষ ও তিন জন নারী। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে।
রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৬ পরীক্ষাগারে ২১ হাজার ৫০৮ নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩ নমুনা।
আরও পড়ুন: এক কোটি টিকা দেয়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি শুরু
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ০১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ছয় হাজার ২৬৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ছয় হাজার ৬৮৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে শনাক্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এই পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫৯ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ১৬৬ জন ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৯ লাখ ৪৩ হাজার ৬০৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৮৯ লাখ ২৯ হাজার ৮৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৪৮ হাজার ২০০ জন।
আরও পড়ুন: করোনা টিকার প্রথম ডোজ দেয়া অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ২৯ লাখ ৫ হাজার ৮৪৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৪৮১ জনে।
এদিকে, জার্মানিতে এই পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৫২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন এক লাখ ২২ হাজার ৬৩৯ জন।
২ বছর আগে
করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ১৮৩
দেশে করোনায় মৃত্যু বেড়েই চলছে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ১৮৩ জন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। এর আগে শনিবার করোনায় ২১ জনের মৃত্যু হয়েছিল।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ০৬ টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে মোট শনাক্তের সংখ্যা ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে পৌঁছেছে। এসময় শনাক্তের হার ২৮.৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৬৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ।
আরও পড়ুন: ভাসমান জনগোষ্ঠীকে দেয়া হবে জনসনের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশকে ২ কোটি ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল ফ্রান্স
২ বছর আগে
বাগেরহাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত, শনাক্তের হার ৪৬ শতাংশ
বাগেরহাটে হাট-বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, শপিংমহল এবং গণপরিবহনসহ সর্বত্রই নানাভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। করোনা সংক্রমণ বাড়তে থাকলেও মানুষ স্বাস্থ্যবিধি মানতে চাইছে না। গত ২৪ ঘন্টায় বাগেরহাটে নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার শতকরা ৪৬ দশমিক ০৫ শতাংশ। এসময় ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
এ নিয়ে বুধবার পর্যন্ত বাগেরহাট জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ৭ হাজার ২০৮ জন। আর এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে মারা গেছে ১৪৪ জন।
হাট-বাজারসসহ সর্বত্রই মানুষ মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে। সরকারি নির্দেশনা কঠোরভাবে মানতে বিধিনিষেধ জারি করা হলেও সেই নির্দেশনা মানার বালাই নেই। মাস্ক ব্যবহার না করার কারণ হিসেবে মানুষের অজুহাতের শেষ নেই। স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে জেলা প্রশাসনেরপ্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা সংক্রমণ রোধ করতে হলে অবশ্য সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।
পড়ুন: রাজশাহীতে করোনা শনাক্ত ৫৮.৬০ শতাংশ
এদিকে বাগেরহাটে করোনার ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার বাগেরহাট সদর হাসপাতাল কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বুথগুলোতে ভ্যাকসিন নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। জেলার ৯টি উপজেলায় ২৪টি বুথে ভ্যাকসিন কার্যক্রম চলছে। প্রতিদিন ১২ হাজারের উপরে মানুষকে ভ্যাকসিন দেয়া হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এ পর্যন্ত বাগেরহাট জেলায় ১১ লাখ ১৭ হাজার ৩৫৬ জনকে প্রথম ডোজ, ৭ লাখ ৫৪ হাজার ৪২ জনকে দ্বিতীয় ডোজ এবং ২৩ হাজার ৩১১ জনকে সুস্টার ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এছাড়া ১২ থেকে ১৭ বছর বয়স্ক শিক্ষার্থীদের এক লাখ ৫৪ হাজার ৮৫৬ জনকে প্রথম ডোজ এবং ৬৭ হাজার ১৮৬ জনকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ জানান, বাগেরহাটে করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৪৬.০৫ শতাংশ। সংক্রমণ রোধ করতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। জেলায় ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, বাগেরহাট জেলায় এ পর্যন্ত করোনার প্রথম ডোজ ভ্যাকসিন ৬৪.০৫ শতাংশ, দ্বিতীয় ডোজ ৪৩.২৩ শতাংশ এবং বুস্টার ডোজ ১.৩২ শতাংশ দেয়া হয়েছে। এছাড়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ১১৩.৩২ শতাংশ ভ্যকাসিন দেয়া হয়েছে। শিক্ষার্থীদের লক্ষ্যমাত্রার চেয়ে ১৩.৩২ শতাংশ বেশি দেয়া হয়েছে।
পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ৩৫ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে
করোনা রোগীদের ৭০-৮০ ভাগই ওমিক্রনে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী
২ বছর আগে
করোনা : শাবির ল্যাবে শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) করোনা শনাক্তকরণ ল্যাবে শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশে দাঁড়িয়েছে। ল্যাব চালুর পর থেকে এখন পর্যন্ত ৭৬ হাজার ৬৯৩ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। আর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ১৪ হাজার ৪৭২জন রোগীকে করোনা আক্রান্ত হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্তকরণ ল্যাবের সবশেষ তথ্য থেকে এসব বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: শাবির অনাবাসিক শিক্ষার্থীদের টিকা নিতে তথ্য দেয়ার আহ্বান
ল্যাব সূত্র জানায়, গত বছর ১৮ মে শাবিপ্রবির এই ল্যাবটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পরবর্তী তিন মাসে(মে-জুলাই) ১১ হাজার ৩৪১ নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৬ শতাংশ দাঁড়ায়।
একই বছরের আগস্ট থেকে অক্টোবর এই তিন মাসে ১৭ হাজার ৬২৩ নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার ১৯ দশমিক ৫১ শতাংশ। এছাড়াও ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত ১১ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১০ দশমিক ৫ শতাংশ।
পর্যায়ক্রমে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১৬ হাজার ৭৬৪টি নমুনায় শনাক্তের হার ১৫ শতাংশ এবং সবশেষ চলতি বছরের মে মাস থেকে জুলাই পর্যন্ত ১৯ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভের হার ২৬ দশমিক ৮ শতাংশ। এছাড়া চলতি মাসেই ৮ হাজার ৩৪৮ নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৮ দশমিক ৭৬ শতাংশ পাওয়া যায়।
ল্যাব সূত্র আরও জানায়, বর্তমানে সিলেট বিভাগের তিন জেলার (হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ) সর্বত্র ও সিলেট জেলা সদরের আংশিক জায়গা থেকে সংগৃহীত নমুনা শাবিপ্রবির ল্যাবে পরীক্ষা করানো হয়। প্রতিদিন ৬০০ থেকে ৭০০ এর অধিক নমুনা ল্যাবে জমা হচ্ছে এবং দুটি পিসিআর মেশিনে ৫০০ এর অধিক নমুনা পরীক্ষা করা সম্ভব হয়। পরবর্তীতে প্রাপ্ত ফলাফল জেলাশহরগুলোতে দ্রুতই পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: শাবিতে মানসিক স্বাস্থ্যসেবায় ‘সাস্ট মনের কথা’
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও কোভিড টিম লিডার অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান বলেন, করোনার শুরুর সময় থেকেই শাবিপ্রবির এই ল্যাবটি সিলেট অঞ্চলের মানুষের জন্য আস্থার সঙ্গে কাজ করে যাচ্ছে। নমুনা পরীক্ষায় আমাদের ল্যাবে করোনা শনাক্তের হার ১৫ শতাংশের মধ্যেই ছিল। বর্তমান পরিস্থিতিতে সারাদেশের মতো এখানেও সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আগের চাইতে অনেক বেশি নমুনা জমা পড়ায় ল্যাব স্বেচ্ছাসেবকদের কাজও বৃদ্ধি পেয়েছে। সকল স্বেচ্ছাসেবক দায়িত্ব ও স্বচ্ছতার সঙ্গে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
৩ বছর আগে
করোনার সর্বশেষ পরিস্থিতি: দেশে ২৪ ঘণ্টায় শনাক্তের হার আরও কমেছে
দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান শুরুর দিনে দেশে করোনাভাইরাস শনাক্তের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২.৩৫ শতাংশ।
৩ বছর আগে