কল
৯৯৯ এ কল: নাফ নদী থেকে ৩৮ পর্যটক উদ্ধার
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দ্বীপ সেন্টমার্টিনে যাওয়ার পথে নৌযান বিকল হয়ে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতায় উদ্ধার হলেন শিশুসহ ৩৮ পর্যটক। কক্সবাজারের নাফ নদীতে ভাসতে থাকা বিকল নৌযানের এক পর্যটকের ফোন কলে বিকল নৌযান মেরামত করে পর্যটদের নিরাপদে সেন্ট মার্টিন যাওয়ার ব্যবস্থা করে দেয় কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় ৯৯৯ কলটেকার কনষ্টেবল রাজু আহমেদ একটি কল রিসিভ করেন। আকবর হোসেন নামে একজন কলার কক্সবাজারের টেকনাফ থানাধীন নাফ নদী থেকে ফোন করে জানান, তারা ১২ জন নারী ও ২ শিশু সহ মোট ৩৮ জন পর্যটক টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌযান (ট্রলার) যোগে যাত্রা করেছিলেন। পর্যটকদের মধ্যে ঢাকা, কুমিল্লা, রাজশাহীর এবং স্থানীয় কিছু পর্যটক ছিলেন।
যাত্রার কিছুক্ষণ পর তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও নৌযানের চালক ইঞ্জিন ঠিক করতে পারেনি। শেষে কোন উপায় না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি টেকনাফ থানা পুলিশ এবং নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। ৯৯৯ ডিসপাচার এসআই (উপ-পরিদর্শক) শাহরিয়ার রুবেল এবং ৯৯৯ ডিউটি টিম সুপারভাইজার ইন্সপেক্টর (পরিদর্শক) জনাব নুর মোহাম্মদ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার সমন্বয় কাজ পরিচালনা করেন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি উদ্ধারকারী দল একজন ইঞ্জিন মেরামতকারী মেকানিক সহ রওনা হয় তাদের উদ্ধার করতে।
আরও পড়ুন: ৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
পরে উদ্ধারকারী পুলিশ দলের এ.এস.আই (সহকারী উপ-পরিদর্শক) মিজান ৯৯৯ কে ফোনে জানান, তারা পর্যটকদের জন্য খাবার ও পানীয় নিয়ে গিয়েছিলেন এবং সকলে মাঝে বিতরণ করা হয়। এরপর মেকানিক ইঞ্জিন মেরামত করে দিলে পর্যটকদের নিয়ে ট্রলারটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় এবং নিরাপদে সেন্টমার্টিন পৌঁছে যায়।
৩ বছর আগে
৯৯৯-এ কল, বিপুল পরিমাণ নকল সারসহ কারখানার সন্ধান
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে এক কলারের ফোন কলে একটি নকল সার তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে বিপুল পরিমাণ নকল সার জব্দ করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন আলীপুর গ্রামে মেঘনা ফার্টিলাইজার নামে একটি সার তৈরির কারখানায় নকল সার তৈরি করে সারা দেশে বাজারজাত করা হচ্ছে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: রেলওয়ে স্টাফ কোয়ার্টার থেকে অজগর উদ্ধার
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়।
সংবাদ পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। ইতোমধ্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত, সহকারী কমিশনার (ভূমি), ওসি কেরানীগঞ্জ মডেল থানা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়। দীর্ঘ সময় ধরে কারখানাটিতে তল্লাশি অভিযান পরিচালিত হয় এবং পরীক্ষা নিরীক্ষার পর প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় কারখানাটিতে নকল সার উৎপাদন করা হতো।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
ঘটনাস্থল হতে রাত সাড়ে আটটায় কলাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মুন্সী আশিকুর রহমান ৯৯৯-কে ফোনে জানান সেখানে দেশের নামকরা বিভিন্ন ব্র্যান্ডের নকল সার উৎপাদন করা হতো। আনুমানিক পঞ্চাশ কোটি টাকা মূল্যের নকল সার জব্দ করা হয়েছে। কিছু সার ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন: ৯৯৯ এ কল দিয়ে ছিনতাইকৃত গরুর ট্রাক উদ্ধার, আটক এক
কারখানাটি সীল গালার পর মঙ্গলবার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। বুধবার আবারও তল্লাশি অভিযান চালানো হবে বলে মোবাইল কোর্ট থেকে জানানো হয়েছে।
৩ বছর আগে
চলন্ত ট্রেন থেকে পড়ে গেল কিশোর, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ট্রেন যাত্রীর ফোন কলে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া কিশোরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে যশোরের কোতোয়ালী থানা পুলিশ।
৩ বছর আগে