সোমবার দুপুর সোয়া ২টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রী ৯৯৯ এ ফোন করে জানান, বগির দরজার পাশে দাঁড়ানো এক কিশোর (১৬) অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গিয়েছে। ট্রেনটি খুলনা থেকে নাভারণ যাচ্ছিল এবং বর্তমানে ট্রেনটি যশোরের বসুন্দিয়ার মোড় বাস স্টেশন অতিক্রম করেছে।
আরও পড়ুন: ৯৯৯ এ বন্ধুর ফোন: আত্মহত্যা চেষ্টাকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
৯৯৯ তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর সাথে যশোর কোতোয়ালী থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে যশোর কোতোয়ালী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: ৯৯৯ নম্বরে স্ত্রীর কল পেয়ে আত্মহত্যার চেষ্টাকারী স্বামীকে উদ্ধার
পরে যশোর কোতোয়ালী থানার এস আই জাকির ৯৯৯ কে ফোনে জানান, তারা কিশোরকে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আশংকামুক্ত বলে জানালে পুলিশ একটি অটোরিকশা যোগে নাভারণে কিশোরের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দেয়।
আরও পড়ুন: ধর্ষণের শিকার গর্ভবতী তরুণীকে হাসপাতালে ভর্তি করলো ৯৯৯