মাস্ক ব্যবহার না করায় জরিমানা
লকডাউন: বাগেরহাটে মাস্ক ব্যবহার না করায় ৪৯ জনের জরিমানা
বাগেরহাটে করোনা সংক্রমণ ঠেকাতে শুক্রবার দ্বিতীয় দিনের লকডাউন চলছে। এছাড়া মাস্ক ব্যবহার না করায় ৪৯ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জেলার ৯ উপজেলার সর্বত্রই সাত দিনের লকডাউন শুরু হয়েছে। আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত বাগেরহাটে এই লকডাউন চলবে।
আরও পড়ুন: নকল মাস্ক: শারমিনকে অব্যাহতির আবেদন করে চুড়ান্ত প্রতিবেদন
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, বিধি নিষেধ ভঙ্গ করলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, জেলার প্রবেশদারগুলোতে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। অতিজরুরি প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ ও বাহির হতে দেয়া হচ্ছে না। বিভিন্ন এলাকা এবং সড়ক ও মহাসড়কে পুলিশ টহল দিচ্ছে। জারি করা বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ কাজ করছে।
জেলা প্রশাসকের কার্যলয় সূত্র জানায়, স্বাস্থ্য বিধি ভঙ্গ এবং মাস্ক ব্যবহার না করায় জেলায় বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৯ জনকে অর্থদন্ড করেছে। এসময় তাদের কাছ থেকে ২৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আরও পড়ুন: কোভিড-১৯ প্রতিরোধে শেরপুরে মাস্ক বিতরণ, জরিমানা
এদিকে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনায় মোট মারা গেছে ৭৪ জন। জেলায় নতুন করো করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ২,৮৬৬ জন। আক্রন্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২০৩৪ জন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৬ শতাংশ।
৩ বছর আগে