সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নম্বর ভবনের সামনে সেনাবাহিনী বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এ সময় সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
এরই মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন: বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে অফিস সময় শুরু হলেও আগুনের ঘটনায় অনেকে আগে থেকে আসতে শুরু করেন। তবে ঢুকতে পারছেন না।
এর আগে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ে রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে।
এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
আরও পড়ুন: সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১