যশোর আওয়ামী লীগ
যশোর আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন গ্রেপ্তার
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান উপকমিশনার।
মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের বাসিন্দা।
তার স্বজনরা জানায়, মিলন কিছুদিন আগে ঢাকায় যান। সেখানে একটি বাসায় ওঠেন তিনি।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকার ফুলতলা এলাকায় গেলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারের পর তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।
যশোরের ডিবি পুলিশের একজন কর্মকর্তা জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে ঢাকায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার আমলে নানা কারণে আলোচিত ছিলেন শহিদুল ইসলাম মিলন। সর্বশেষ পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ভেতর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুলকে (গত বুধবার মারা গেছেন) মারধর এবং মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে দিয়ে দুইজন আইনজীবীর (আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত) বিরুদ্ধে আদালতে শ্লীলতাহানির মামলা করানোর কারণে ব্যাপক আলোচিত হন তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে বিরোধপূর্ণ জমিতে থাকা বাড়িঘর ভাঙচুরের অভিযোগ রয়েছে।
২ মাস আগে