গাজীপুরের শ্রীপুরের বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ২টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় বিকাল পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুনুর রশিদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলে নিহতের লাশ কারখানার ভেতর থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।