বিশেষ অফার ঘোষণা
মরিশাস ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ অফার ঘোষণা এমিরেটস হলিডেজ’র
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পূর্ব আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মরিশাসে ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে এমিরেটস হলিডেজ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
এমিরেটস হলিডেজের বাংলাদেশে একমাত্র অনুমোদিত এজেন্ট সায়মন হলিডেজ জানায়, বাংলাদেশিরা মরিশাসে ১৭৯৮ ডলারে ৪ রাত ৫ দিনের ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে থাকছে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকা- মরিশাস- ঢাকা রিটার্ন টিকিট, ৪ রাত মরিশাসের ৩ তারকা মনীষা ও সমমানের হোটেলে রাত্রিযাপন, ভিসা সহযোগিতা ও এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ।
আরও পড়ুন: দুবাই এক্সপো ২০২০: ভিজিটরদের অনন্য অভিজ্ঞতা দিতে প্রস্তুত এমিরেটস প্যাভিলিয়ন
মরিশাস ভ্রমণ প্যাকেজ প্রসঙ্গে এমিরেটস হলিডেজের ম্যানেজার স্বর্ণা দাশ জানান, প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নজির রয়েছে পূর্ব আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রটিতে। বাংলাদেশিরা যাতে খুব সহজে মরিশাস ভ্রমণের সুযোগ পায়, সে লক্ষ্যে এমিরেটস হলিডেজ বাংলাদেশে এ অফার নিয়ে এসেছে। ইতোমধ্যে ভালো সাড়াও পেয়েছি আমরা।
এই গন্তব্যটি বাংলাদেশি ভ্রমণ পিয়াসীদের জন্য জনপ্রিয় হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ‘প্রথম শ্রেণি’র সেবা নিয়ে আসছে এমিরেটস
১ মাস আগে