সেনাসদস্যকে খুনে
শেরপুরে সেনাসদস্যকে খুনের অভিযোগ
শেরপুরে জমি নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ওয়াসিম মিয়া নামে এক সেনাসদস্য খুনের অভিযোগ উঠেছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টায় সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম মিয়া (২৮) ওই গ্রামের হাসেন আলীর ছেলে এবং সিলেট সেনানিবাসের পঞ্চম বীর ব্যাটালিয়নের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে শাশুড়িকে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ও জমিজমা নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে সেনাসদস্য ওয়াসিম মিয়া পরিবারের বিরোধ চলছিল। এরই জের ধরে ওয়াসিম মিয়ার ওপর দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে। তার ঘাড়ে কোপ দেয়। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন ওয়াসিম মিয়াকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম।
আরও পড়ুন: ভাবীর সঙ্গে অবৈধ সম্পর্ক, প্রবাসী ভাইকে খুনের অভিযোগ
২ সপ্তাহ আগে