তিনি বলেন, ‘দক্ষ কর্মী তৈরিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে মানসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণের মেয়াদ বাড়াতে হবে। আন্তর্জাতিক শ্রম চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কোর্স চালু করতে হবে।’
প্রবাসী কল্যাণ ভবনের ব্রিফিং সেন্টারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের দপ্তর প্রধানদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যে মহান নেতার নেতৃত্বে আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, তার স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মন্ত্রণালয় ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী।
মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের সভাপতিত্বে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, বিএমইটি’র মহাপরিচালক মো. সেলিম রেজা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম, যুগ্মসচিব মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন টিটিসি’র অধ্যক্ষ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডিইএমও) প্রধানরা বক্তব্য দেন।
দিনব্যাপী এই কর্মশালায় দেশের ৭০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং বিভাগীয়/ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রধানরা উপস্থিত ছিলেন।