বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে প্রবাসীরা দেশের যে কোনো তফসিলি ব্যাংকে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই সেই অ্যাকাউন্টগুলোতে যে কোনো পরিমাণ অর্থ জমা করা যাবে।
প্রবাসীরা ফেরত আসার সময় যে কোনো পরিমাণ নগদ টাকা, ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসলে, তারা তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবে এবং স্থানীয় মুদ্রার সঙ্গে তা বিনিময় করতে পারবে।
প্রবাসীরা কাস্টমস কর্তৃপক্ষকে না জানিয়েই তাদের অ্যাকাউন্টে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জমা করতে পারবেন।
জনগণকে জানাতে এবং অবাধে বৈদেশিক মুদ্রা বিদেশে স্থানান্তরের বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন নীতির অধীনে বিদেশে বসবাসকারী প্রবাসীরা দেশের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য ব্যক্তিগত অ্যাকাউন্ট বা অনাবাসি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন।
বিদেশ থেকে পাঠানো যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বা বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা কোনো প্রশ্ন ছাড়াই এসব অ্যাকাউন্টে জমা করা যাবে।
এছাড়া দেশ ত্যাগের সময় প্রবাসীরা তাদের সঙ্গে নগদ অর্থ, সর্বাধিক পাঁচ হাজার মার্কিন ডলার এবং বৈদেশিক মুদ্রা ব্যালেন্সের স্থিতি সাপেক্ষে বিদেশে নিয়ে যেতে পারেন।
প্রবাসী বা অনাবাসীদের নামে পরিচালিত এই অ্যাকাউন্টের বৈদেশিক মুদ্রা অবাধে সুদসহ বিদেশে পাঠানো যেতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন নেই।
বাংলাদেশ ব্যাংক বলছে, স্থানীয়ভাবে পরিচালিত অ্যাকাউন্টের বৈদেশিক মুদ্রা কোনো ঝামেলা ছাড়াই নির্ভরযোগ্য ব্যাংক থেকে টাকা হিসেবে ক্যাশ করা যাবে।