বিদেশি মুদ্রা
বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ দুলাল জমাদ্দার নামের এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ইউএস বাংলার একটি ফ্লাইট থেকে বিদেশি মুদ্রা জব্দসহ তাকে আটকের পর থানায় সোপর্দ করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল জব্দ করা হয়।
আরও পড়ুন: শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, আটক ব্যক্তি বিদেশি মুদ্রা পাচারের উদ্দেশ্যে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠেছিলেন। তার সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের ক্রুরা তাকে চট্টগ্রামে অফলোড করেন এবং তল্লাশি করে বিদেশি মুদ্রা জব্দ করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
৩ সপ্তাহ আগে
শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম জব্দ করা হয়েছে বলে দাবি করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
আরও পড়ুন: ১৭ ঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দর চালু
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা ওই যাত্রীকে আটক করে।
জাকির হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকার বাসিন্দা। পুরাতন ঢাকার বংশাল এলাকার শিক্কাটুলিতে থাকতেন।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট বিএস-৩৪৩ করে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন জাকির হোসেন। এসময় তার কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও ইউএই দিরহাম পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তাকর্মীরা বিমানের ভেতর থেকে তাকে আটক করেছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ জব্দ
৩ মাস আগে
শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ, আটক ১
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ হাজার ৭৮৭ মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। এসময় মো. সোহেল নামে এক যাত্রীকে আটক করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা।
শুক্রবার (১১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ তাকে আটক করা হয়।
রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ যাওয়ার কথা ছিল।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বাতিল
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোহেল নামের ওই যাত্রী ১ লাখ ৩৬ হাজার ৮৫০ ইউএই দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৩৯ লাখ ৬৮ হাজার টাকা), ৪০০ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৯৬০ টাকা), ২০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার টাকা), ৮ হাজার ৩৫০ ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ৫ হাজার ৯৭৫ টাকা) ও ৬১৮ ওমানি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৬ হাজার ৮৬০ টাকা) পাচারের চেষ্টা করেছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলেন, ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা উদ্ধার করি।
তিনি বলেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ লাখ ৭৬ হাজার ৪৪৫ টাকা।
বিদেশি মুদ্রাগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের পর ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলায় পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ৬৩.১৭ লাখ টাকার স্বর্ণ জব্দ
শাহ আমানত বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দর চালু
১ বছর আগে
বিদেশি মুদ্রা পাঠানো ও অ্যাকাউন্ট খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে প্রবাসীরা দেশের যে কোনো তফসিলি ব্যাংকে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই সেই অ্যাকাউন্টগুলোতে যে কোনো পরিমাণ অর্থ জমা করা যাবে।
প্রবাসীরা ফেরত আসার সময় যে কোনো পরিমাণ নগদ টাকা, ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসলে, তারা তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবে এবং স্থানীয় মুদ্রার সঙ্গে তা বিনিময় করতে পারবে।
প্রবাসীরা কাস্টমস কর্তৃপক্ষকে না জানিয়েই তাদের অ্যাকাউন্টে ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জমা করতে পারবেন।
জনগণকে জানাতে এবং অবাধে বৈদেশিক মুদ্রা বিদেশে স্থানান্তরের বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন নীতির অধীনে বিদেশে বসবাসকারী প্রবাসীরা দেশের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রা পাঠানোর জন্য ব্যক্তিগত অ্যাকাউন্ট বা অনাবাসি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন।
বিদেশ থেকে পাঠানো যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বা বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা কোনো প্রশ্ন ছাড়াই এসব অ্যাকাউন্টে জমা করা যাবে।
এছাড়া দেশ ত্যাগের সময় প্রবাসীরা তাদের সঙ্গে নগদ অর্থ, সর্বাধিক পাঁচ হাজার মার্কিন ডলার এবং বৈদেশিক মুদ্রা ব্যালেন্সের স্থিতি সাপেক্ষে বিদেশে নিয়ে যেতে পারেন।
প্রবাসী বা অনাবাসীদের নামে পরিচালিত এই অ্যাকাউন্টের বৈদেশিক মুদ্রা অবাধে সুদসহ বিদেশে পাঠানো যেতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন নেই।
বাংলাদেশ ব্যাংক বলছে, স্থানীয়ভাবে পরিচালিত অ্যাকাউন্টের বৈদেশিক মুদ্রা কোনো ঝামেলা ছাড়াই নির্ভরযোগ্য ব্যাংক থেকে টাকা হিসেবে ক্যাশ করা যাবে।
২ বছর আগে
বিদেশি মুদ্রা জালিয়াতি: ঝিনাইদহে গ্রেপ্তার ৩
ঝিনাইদহে অভিযান চালিয়ে ৩’শ সৌদি রিয়াল ও জালিয়াতি কাজে ব্যবহৃত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এই সময় মুদ্রা জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৬।
শনিবার সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের মোকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের মজিবর শেখের ছেলে সোহেল শিকদার (৩৬), চৌগাছা গ্রামের লোকমান শেখের ছেলে গিয়াস শেখ (৩৩) ও ঘোনসী গ্রামের রেজাউল শেখের ছেলে লোবান শেখ (২৮)।
আরও পড়ুন: ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিককে খুন, ৭ বছর পর আসামি গ্রেপ্তার
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, বাস টার্মিনালে বিদেশি টাকা জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এই সময় সেখান থেকে লোবান হোসেন, গিয়াস শেখ ও সোহেলকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০০ সৌদি রিয়াল ও জালিয়াতি কাজে ব্যবহৃত কাগজপত্র উদ্ধার করা হয়।
তিনি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
চক্রটি অভিনব কায়দায় কাগজের সামনে সৌদি রিয়াল বসিয়ে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: আদিতমারীতে স্ত্রীর মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামী গ্রেপ্তার
এদিকে ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ নানা অপরাধে চার ব্যবসায়ীকে ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক জিয়াউল হক।
২ বছর আগে
‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে র্যাবের ৩ মামলা
রাজধানীর মেরুল বাড্ডার বাসা থেকে মদ, বিদেশি মুদ্রা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ‘গোল্ডেন মনিরের’ বিরুদ্ধে তিনটি মামলা দায়ের হয়েছে।
৪ বছর আগে
চট্টগ্রাম বিমানবন্দরে ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
বিভিন্ন দেশের ৪২ লাখ টাকার সমমূল্যের মুদ্রাসহ মঙ্গলবার রাতে দুবাইগামী এক বিমানযাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।
৪ বছর আগে