করোনায় আক্রান্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
এর আগে সকালে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়।
সালমা চৌধুরীর ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু জানান, সালমা চেীধুরী রুমা করোনাকালীন এবং বন্যার সময় অসহায় মানুষের পাশে থেকে ত্রাণ সাহায্য সহযোগিতা করে আসছিলেন। গত সপ্তাহে হঠাৎ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রবিবার তার রিপোর্ট করোনা পজেটিভ আসে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নরুল ইসলাম জানান, সংরক্ষিত মহিলা এমপি সালমা চৌধুরী রুমাকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিট থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।