যুবলীগ কর্মীর মৃত্যু
রাজশাহীতে ছুরিকাঘাতে যুবলীগ কর্মীর মৃত্যু
রাজশাহী মহানগরীতে মীম নামে যুবলীগের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মীম (২৫) রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে।
জানা গেছে, শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে রক্তাক্ত অবস্থায় তাকে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। হাসপাতালের ট্রলিম্যানরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ওয়ার্ডে স্থানান্তর করেন। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল বলে জানান চিকিৎসকরা।
মীম গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর দুই হাতে গুলি চালানো যুবলীগ নেতা রুবেলের নিকটাত্মীয় ও সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) তাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে যতদূর জানা গেছে, নিহত মীম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ। শিগগিরই পুরো ঘটনা জানা যাবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
১ মাস আগে