র্যাগিংয়ের ঘটনা নির্মূল করার লক্ষ্যে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ র্যাগিং বিরোধী কমিটি গঠন করেছে।
ইবির ভারপ্রাপ্ত অতিরিক্ত রেজিস্ট্রার এম নবাব আলী জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম হারুন-উর-রশীদ আসকারী ছাত্র উপদেষ্টা অধ্যাপক এম সাইদুর রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন।
সব হলের প্রভোস্ট, বিভাগের সিনিয়র চেয়ারম্যান এবং প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ এ কমিটির সদস্য হবেন, তিনি যোগ করেন।
ইবির উপাচার্য অধ্যাপক এম হারুন-উর-রশীদ আসকারী ইউএনবিকে বলেন, ইবি ক্যাম্পাসে র্যাগিংয়ের কোনো জায়গা নেই। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।