ঢাকায় এসেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক উপমন্ত্রী ক্রিস্টোফার ম্যাকলেনান। দুই দিনের সফরে শনিবার (২৫ মে) সন্ধ্যায় ঢাকায় পৌঁছান তিনি।
২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রেক্ষাপটে কানাডার ক্রমবর্ধমান আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন উপমন্ত্রী।
এছাড়াও বাংলাদেশে কানাডার ইন্দো-প্যাসিফিক কৌশলকে কাজে লাগানোর সুযোগ নিয়ে আলোচনা করবেন তিনি।
পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলা ও সীমান্ত পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন উপমন্ত্রী।
উল্লেখ্য, মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র বা সামরিক এবং বিমানের জ্বালানিসহ দ্বৈত ব্যবহারের সামগ্রী সরবরাহ বন্ধের জন্য সব রাষ্ট্রের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত দেশগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়, 'মিয়ানমারে ক্রমবর্ধমান সংঘাত এবং বিশেষ করে বেসামরিক নাগরিকদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যা দেশটিতে মানবাধিকার ও মানবিক সংকটকে আরও খারাপ ও ধ্বংসাত্মক করে তুলছে।’
কানাডার উপমন্ত্রীর এই সফর বাংলাদেশের বিশ্বমানের কয়েকটি বেসরকারি ও গবেষণা সংস্থার সঙ্গে কানাডার অংশীদারিত্ব জোরদারে একটি সুযোগ হবে বলে জানিয়েছে ঢাকায় কানাডিয়ান হাইকমিশন।
ক্রিস্টোফার ম্যাকলেনান ২০২২ সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কানাডা সরকারের আন্তর্জাতিক সহায়তা ও মানবিক প্রতিক্রিয়া ম্যান্ডেটের নেতৃত্ব দিচ্ছেন।