এক বিজ্ঞপ্তিতে জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ইতোমধ্যে দূতাবাস জর্ডানের স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতাদের সহায়তায়, টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার ৫০০ বাংলাদেশির তালিকা প্রস্তুত করেছে।
জর্ডানে কারফিউ জারি থাকায় কি প্রক্রিয়ায় প্রবাসীদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হবে সে বিষয়ে দূতাবাস কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছানো হবে বলে দূতাবাস জানায়।
এছাড়াও বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে জর্ডান প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস লিফলেট বিতরণ, দূতাবাসের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো, রাষ্ট্রদূত কর্তৃক ভিডিও বার্তা প্রদানসহ প্রভৃতি কার্যক্রম গ্রহণ করেছে। দূতাবাসে সেবা গ্রহীতাদের জন্য পর্যাপ্ত পরিমাণ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট ইত্যাদির ব্যবস্থা করেছে।
দূতাবাসের পক্ষ থেকে যেসব গার্মেন্ট কারখানা ও নিয়োগ সংস্থার অধীনে বাংলাদেশি কর্মী কর্মরত আছে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। দূতাবাসের রাষ্ট্রদূতের স্বাক্ষরে প্রত্যেকটি গার্মেন্ট কারখানায় এবং প্রথম সচিবের (শ্রম) পক্ষ থেকে প্রত্যেকটি নিয়োগ সংস্থাকে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পত্রের মাধ্যমে নির্দেশ দেয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের হটলাইন চালু করা হয়েছে এবং সকল কর্মকর্তাদের ফোন নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।