করোনাভাইরাস
খুলনায় করোনায় আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বছরের মধ্যে খুলনায় করোনা আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যু।
দীপ রায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।
রবিবার (২০ জুলাই) দিবারাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াত।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১
ডা. খান আহমেদ ইশতিয়াত জানান, করোনা আক্রান্ত অবস্থায় দীপ খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে রবিবার বিকালে তাকে খুমেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
১৩৭ দিন আগে
সিলেটে করোনায় আরও ১ জনের মৃত্যু, সারা দেশে শনাক্ত ২৭
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে সিলেটে আরও এক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সারা দেশে নতুন করে ২৭ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও শনাক্ত হয়েছে।
বুধবার (২ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত ব্যক্তি ৭১ থেকে ৮০ বছর বয়সী নারী। তিনি সিলেটের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৩ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬০৯ জন।
এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৩ জনে ঠেকেছে।
১৫৫ দিন আগে
করোনার নতুন ঢেউয়ে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯
করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ১৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিদের দুজন নারী ও একজন পুরুষ। তাদের একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এবং তৃতীয় জনের বয়স ৯১ থেকে ১০০ বছর। তাদের একজন সরকারি হাসপাতালে ও অপর দুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বগতির মধ্যে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২
ঢাকায় একজন ও চট্টগ্রামে দুজন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।
১৬৪ দিন আগে
করোনা: সারাদেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (২২ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন তথ্য অনুযায়ী, দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে।
আরও পড়ুন: আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে সাত পরামর্শ
২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, সে অনুযায়ী শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত মোট পরীক্ষায় সংক্রমণের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং শনাক্তদের মধ্যে মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৬৫ দিন আগে
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৬
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (১৫ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ৯৩ শতাংশ।
আরও পড়ুন: সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তার বাড়ি ঢাকা বিভাগে। তিনি একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০৩ জন।
১৭২ দিন আগে
করোনার সতর্কতা নেই হিলি চেকপোস্টে
ভারতে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমন। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের সকল নৌ, স্থল ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার সতর্কতা জারি করেছে।
কিন্তু দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কোনো মেডিকেল হেলথ ডেস্ক বসানো হয়নি। ফলে পাসপোর্ট যাত্রীরা কোনো পরীক্ষা-নিরিক্ষা ছাড়াই চেকপোস্ট ব্যবহার করে ভারত ও বাংলাদেশে আসা-যাওয়া করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বলছে, মেডিকেল টিম ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করবে, মাস্ক ব্যবহারসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পদক্ষেপ নেবে। পাশাপাশি কোনো যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, স্বাস্থ্য সচেতনতামূলক সম্পর্কে প্রচারনা চালানোর জন্যও বলা হয়েছে।
হিলি চেকপোস্টে বাংলাদেশি যাত্রী গোকুল চন্দ্র বলেন, ‘ভারতে চিকিৎসা নেওয়ার জন্য দীর্ঘদিন থাকতে হয়েছে। সেখানে নতুন করে করোনাভাইরাসের সংক্রমন বাড়ছে। এ নিয়ে মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা গেছে। চিকিৎসা নিতে এসে করোনায় আক্রান্ত হই কিনা! ভয়ে ছিলাম। তবে হিলি চেকপোস্টে আসার পর কোনো মেডিকেল টিম দেখতে পাইনি। আমাকে কেউ কিছু জিজ্ঞেসও করেনি।’
বিশেষ করে এখন যারা ভারত থেকে আসছেন স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিধি মানা জরুরী বলে তিনি মন্তব্য করেন।
সিরাজগঞ্জ সদরের মীরপুরের মোছা. আমিনা খাতুন বলেন, ‘ভারতে চিকিৎসা নিতে যাচ্ছি। এখানে এসে শুনলাম ভারতে নাকি আবার করোনাভাইরাস ছড়াচ্ছে। কি করব বলেন, যেতে হচ্ছে। আল্লাহর উপর ভরসা রেখে যাচ্ছি।’
দেশে ফেরার সময় ভারতীয় নাগরিক ভগীরথ সরকার বলেন, ‘দিনাজপুরের বিরলে আত্মীয়ের বাড়িতে গেছিলাম। এখন দেশে ফিরে যাচ্ছি। চেকপোস্টে আমার স্বাস্থের বিষয়ে কেউ কোনো কথা বলেনি। বাংলাদেশে থাকা অবস্থায় কয়েকদিন আগে আমার বাড়ির লোকজন ফোনে বলেছিল দেশে করোনাভাইরাস হচ্ছে, তাই ফিরে যাচ্ছি।’
আরও পড়ুন: সান্তিয়াগোর উন্নতি হলেও ঢাকার অবনতি
এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে। কর্তৃপক্ষ থেকে কোনো দিক-নির্দেশনা এখনও পাইনি। তবে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, ‘নির্দেশনা সম্পর্কে জানতে পেরেছি। সোমবার বা মঙ্গলবার থেকে হিলি চেকপোস্টে মেডিকেল টিম কাজ শুরু করবে।
১৭৮ দিন আগে
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১, নমুনা পরীক্ষা ২১
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শনিবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬৪৭ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১, নমুনা পরীক্ষা ২০
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৪১ জনে।
২২৯ দিন আগে
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১, নমুনা পরীক্ষা ২০
রবিবার (১৩ এপ্রিল) সকাল ৮টা থেকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬৪২ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১, নমুনা পরীক্ষা ১৭
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৫ দশমিক শূন্য শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৩৫ জনে।
২৩৪ দিন আগে
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১, নমুনা পরীক্ষা ১৭
শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
রবিবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬৪১ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১, নমুনা পরীক্ষা ১৭
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৮ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৩৪ জনে।
২৩৫ দিন আগে
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১, নমুনা পরীক্ষা ১৭
শুক্রবার (২৮ মার্চ) সকাল ৮টা থেকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
শনিবার (২৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬২৯ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৫৫ শতাংশ। মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩২৩ জনে।
২৫০ দিন আগে