সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন দুইজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৬ জন রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে থেকে ৩৭৪ জন সুস্থ হয়েছেন।
গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবের কারণে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
সরকারি পরিসংখ্যান অনুসারে গত বছর ডেঙ্গুতে ১৭৯ জন মারা যান।