আক্রান্ত
ফরিদপুরে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) শিশু ও নারীসহ আরও চারজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২১ জন।
আরও পড়ুন: ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৮
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে।
ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শিউলি, সাবিহা, ওয়াসিম ও মো. কাথান।
এর মধ্যে সাবিহাকে রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকাল ৩টার দিকে মারা যায় শিশুটি।
শিউলি মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ভর্তি হয়ে রাত সোয়া ১০টার দিকে মারা যান। এ ছাড়া ওয়াসিম মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি হয়ে ওইদিন দিবাগত রাত ২টার দিকে এবং মো. কাথান শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ হাসপাতালে ভর্তি হয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৪ জন। এ নিয়ে ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৭৩ জনে। সুস্থ হয়েছেন ৮ হাজার ৪১৪ জন। চিকিৎসাধীন আছেন ৮২১ জন।
এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪৫, ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮৫ জন এবং ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ৬৬ জন।
ফরিদপুরের বাইরে বেশি সংখ্যক রোগী চিকিৎসাধীন আছেন বোয়ালমারী ও মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওই দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন করে রোগী চিকিৎসাধীন আছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, এই অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেশি হওয়ায় এই হাসপাতালে ভর্তি রোগী মারাও যাচ্ছেন বেশি।
তবে স্যালাইনের কোনো সংকট নেই। এখন যে স্যালাইন আছে তা দিয়ে এই সপ্তাহ চলে যাবে। আগামী সপ্তাহের স্যালাইন ঢাকা থেকে আনার জন্য চাহিদাপত্র ও লোক পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ৩০১৫
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ হাজার ১৫ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৮৪
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ হাজার ২৬৩ জন রোগী। এর মধ্যে ৩ হাজার ৮১৯ জন ঢাকায় এবং ৬ হাজার ৪৪৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গু রোগীদের জন্য ২০ লাখ ব্যাগ স্যালাইন সংগ্রহ করবে সরকার
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০২৭
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯.৫৫ কোটি ছাড়িয়েছে
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে।
সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৪৪৫ জনে। এ ছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ লাখ ১৮ হাজার ৫৬ জনে।
অন্যদিকে, বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৭৬ লাখ ৮ হাজার ৫৭৩ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ৭২৯ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে মোট ১১ লাখ ৭৫ হাজার ৩৯৫ জন। মৃত ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি।
ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার ২৪৩ জন। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৯৩০ জনে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১২
বাংলাদেশ পরিস্থিতি
দেশে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৬২৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ১৮৬ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১০
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০২৭
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জনে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩ হাজার ২৭ জন।
আরও পড়ুুন: ডেঙ্গুতে আরও ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩১২২
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৭৮ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ হাজার ১০২ জন রোগী। এর মধ্যে ৩ হাজার ৮১৪ জন ঢাকায় এবং ৬ হাজার ২৮৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ লাখ ৬২ হাজার ৮৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুুন: ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩০৮৪
বরিশালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮
ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৯৮
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৪ জনে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৫৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮১ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭১৭ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬৩
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ হাজার ৩৩০ জন রোগী। এর মধ্যে ৪ হাজার ২০৮ জন ঢাকায় এবং ৬ হাজার ১২২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২১২৯
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬৮
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।
শনিবার (১৬ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।
আরও পড়ুন: ফরিদপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুর সদর উপজেলার আবুল কালামের স্ত্রী মরিয়ম বেগম (৪০), মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার খোকন খানের স্ত্রী রুবিয়া বেগম (৬০) এবং ফরিদপুরের সদরপুর উপজেলার শেখ দলিল উদ্দিনের ছেলে শেখ ইসহাক (৭০)।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে মরিয়ম বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।
তিনি আরও জানান, রুবিয়া বেগম শুক্রবার দুপুরে ভর্তি হন, রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন শেখ ইসহাক বৃহস্পতিবার বিকালে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, এ নিয়ে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে ৩০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬৮ জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
বরিশালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৭১ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে আরও ২৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার বাহাদুরপুর এলাকার হাফিজুল (২০) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পবন মল্লিক (৫৫)।
আরও পড়ুন: খুলনায় আইভি স্যালাইন স্বল্পতায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যাহত
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, মৃত দুইজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৫৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৬৩ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ৪৩ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৩৬৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪ জন, পটুয়াখালীতে ২০ জন, ভোলায় ৩৬ জন, পিরোজপুরে ৭৬ জন, বরগুনায় ৬ জন ও ঝালকাঠিতে ৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২১২৯
ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু
ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২১২৯
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯০ জনে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ১২৯ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬৩
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৮৯১ জন রোগী। এর মধ্যে ৪ হাজার ১৬ জন ঢাকায় এবং ৫ হাজার ৮৭৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬১ হাজার ৯৬৪ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন: ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু
খুলনায় আইভি স্যালাইন স্বল্পতায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যাহত
ফরিদপুরে ডেঙ্গুতে একদিনে ৩ নারীর মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন নারীর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৫ জন ডেঙ্গুরোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারা যাওয়া নারীরা হলেন- রাজিয়া বেগম (৫০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ব্যাসপুর গ্রামের জাফর শেখের স্ত্রী।
আরেকজন আছিয়া বেগম (৫০) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম গ্রামের ছত্তার বেপারীর স্ত্রী।
অপরজন চন্দনা শিকদার (৫০) ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার সুবীর শিকদারের স্ত্রী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৯৪৪
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চন্দনা সিকদার নামে এক নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মারা যান ওই নারী।
অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছিয়া বেগম নামে এক নারী গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর ওই নারীর মৃত্যু হয়।
এ ছাড়া রাজিয়া বেগম নামে অপর আরেক নারী গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টর দিকে তার মৃত্যু হয়।
এনামুল হক জানান, বর্তমানে হাসপাতালটিতে ৩০৪ জন রোগী চিকিৎসাধীন। এ ছাড়া হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ২৭ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
আরও পড়ুন: খুলনায় আইভি স্যালাইন স্বল্পতায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যাহত
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬৩
ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৬৩
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৮ জনে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৬৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯৫৬
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০০ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৬৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৯১৩ জন রোগী। এর মধ্যে ৪ হাজার ৬৬ জন ঢাকায় এবং ৫ হাজার ৮৪৭ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ লাখ ৪৯ হাজার ১৪৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৯৪৪
কুষ্টিয়ায় ডেঙ্গুতে ৬ বছরের শিশুর মৃত্যু