ফরিদপুর, ২৬ নভেম্বর (ইউএনবি)- ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে তার সমর্থক নেতাকর্মীরা।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক আরোধ করে বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধ নেতাকর্মী। এসময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
তারা জানায়, সংসদ উপনেতাকে মনোনয়ন না দিলে হরতালসহ লাগাতার মহাসড়ক অবরোধের ঘোষণা দেবেন।
সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন,কাজী শাহ জামামান বাবুল, সাব্বির হোসেন প্রমুখ।
মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়েছে। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনা স্থলে পৌঁছালে দুপুর সাড়ে ১২ টার সময় সড়ক থেকে সরে গিয়ে রাস্তার পাশে বিক্ষোভ করতে থাকে তারা ।
ফরিদপুর-২ আসনের বর্তমান এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন না দিয়ে সেখানে মহাজোটের প্রার্থী হিসাবে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালকে মনোনয়ন দেয়া হয়।