একাদশ জাতীয় সংসদ নির্বাচন
সংঘবদ্ধ ধর্ষণ: ১০ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
একইসঙ্গে অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই রায় দেন নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস।
রায় ঘোষণার সময় আদালতে কাঠগড়ায় ১৫ আসামি উপস্থিত ছিলেন এবং এক আসামি পলাতক ছিলেন।
আরও পড়ুন: গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা হলো- সুবর্ণচরের মধ্যম বাগ্যা গ্রামের মো. সোহেল, মো. হানিফ, স্বপন, মো. চৌধুরী, ইব্রাহীম খলিল বেচু, মো. বাদশা আলম বসু, রুহুল আমিন মেম্বার, আবুল হোসেন আবু, মোশারফ, মো. সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. হাসান আলী বুলু, মো. মুরাদ, মো. জামাল ওরফে হেঞ্জু মাঝি ও মো. সোহেল।
আসামি মো. মিন্টু ওরফে হেলাল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
মামলা ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে মারধর ও সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা।
ভুক্তভোগীর অভিযোগ, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে এ ঘটনা ঘটে।
ঘটনার পরদিন ৩১ ডিসেম্বর ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে চর জব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ছালেহ আহম্মদ সোহেল খান বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষী উপস্থাপন করে। আসামি পক্ষের পাঁচজন সাফাই সাক্ষী দেয়। তবে কোনো সাক্ষীই ভোটকেন্দ্রে পছন্দের প্রতীকে ভোট না দেওয়ায় জেরে এমন ঘটনা ঘটেছে বলে তাদের বক্তব্যে উল্লেখ করেননি।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার ও আইনজীবী জসিম উদ্দিন।
আরও পড়ুন: কুমিল্লায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জে সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ড
১০ মাস আগে
গণফোরাম ছাড়লেন রেজা কিবরিয়া
পার্টিতে যোগদানের প্রায় ২৬ মাস পর ড. রেজা কিবরিয়া গণফোরাম এবং এর সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।
৩ বছর আগে
সাবেক মন্ত্রী, এমপিসহ বিশিষ্টজনদের স্মরণে সংসদে শোকপ্রস্তাব
জাতীয় সংসদের প্রথা মেনে একজন সাবেক মন্ত্রী, একজন সাবেক ডেপুটি স্পিকার, দুজন সাবেক প্রতিমন্ত্রী, নয়জন সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্টজনদের স্মরণে গভীর শোক প্রকাশ করে সোমবার সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে।
৩ বছর আগে
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সরকার গঠনের দুই বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
৩ বছর আগে
সাংসদ মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি
জ্বর, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সোমবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন গণফোরামের সাংসদ মোকাব্বির খান।
৪ বছর আগে
একাদশ জাতীয় সংসদের ৫ম অধিবেশন ১৪ নভেম্বর পর্যন্ত চলবে
একাদশ জাতীয় সংসদের ৫ম অধিবেশন আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। তবে প্রয়োজনে স্পিকার এ সময় পরিবর্তন করতে পারবেন।
৫ বছর আগে
রংপুর-৩ উপনির্বাচন: শনিবার ভোটের জন্য প্রস্ততি সম্পন্ন
রংপুর, ০৪ অক্টোবর (ইউএনবি)- রংপুর-৩ আসন উপনির্বাচনে শনিবার ভোটগ্রহণের সব প্রস্ততি সম্পন্ন করেছে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস।
৫ বছর আগে
একাদশ সংসদের চতুর্থ অধিবেশন রবিবার শুরু
ঢাকা, ০৭ সেপ্টেম্বর (ইউএনবি)- একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৫৯ দিন বিরতির পর রবিবার থেকে শুরু হচ্ছে।
৫ বছর আগে
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ
ঢাকা, ১১ জুলাই (ইউএনবি)- একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন।
৫ বছর আগে
১০০ শতাংশ ভোট পড়া ‘স্বাভাবিক’ নয়: সিইসি
ঢাকা, ৩০ জুন (ইউএনবি)- কোনো ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ভোট পড়া ‘স্বাভাবিক’ নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা রবিবার বলেছেন, নির্বাচনের ফলের গেজেট প্রকাশ হওয়ার পর এ বিষয়ে কমিশনের করণীয় কিছু থাকে না।
৫ বছর আগে