চাঁদপুরের ফরিদগঞ্জে বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে পৌর এলাকার উত্তর কাছায়িরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বড় ভাই তরিকুল ইসলাম রুবেল (২৬) তার মাছের খামারে বজ্রপাতের শিকার হন।
রুবেলকে উদ্ধার করতে তার ছোট ভাই সোহেল স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। তবে বড় ভাইয়ের লাশ দেখতে পেয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল।
পরে দুজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে দুই ভাইকে মৃত ঘোষণা করেন বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোজাম্মেল হোসেন।
আরও পড়ুন: চাঁদপুরে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোহেলের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও তার স্বজনরা নিশ্চিত করায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।