পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জুলাই-আগস্টে আন্দোলনের সময় পুলিশের কিছু সদস্য ভালো কাজ করেননি, আইনভঙ্গ করেছেন এতে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর পুলিশ অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।’
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টারসে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন 'যে সমস্ত পুলিশ জুলাই আন্দোলনে নিহত হয়েছেন, তারা পলিটিক্যালি ইনভলভ ছিল। বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা হয়েছে, কিন্তু পুলিশ এখনো নিষ্ক্রিয় আছে। সাংবাদিকদের কাছ থেকে তথ্য লুকানোর নজির আছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন 'এই সরকার তো স্বচ্ছ (ট্রান্সপারেন্ট)। এখন তো খুন, গুম এগুলো নেই যে আমরা লুকিয়ে রাখব। আগের সরকারের সময়ে যেটা হতো। এখন আমাদের লুকানোর কিছু নেই।'
আরও পড়ুন: নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী
তিনি বলেন, 'আইনি ব্যবস্থা জোরদার করার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে ততটা দিয়ে আমরা চেষ্টা করছি।
এত মানুষ মারা গেছে, এটা বাংলাদেশ কেন, উপমহাদেশের কোথাও ঘটেনি।’
পুলিশের মহাপরিদর্শক বলেন, 'বাংলাদেশে পরিবর্তনের পর সঠিক জায়গায় সঠিক লোক দিতে পারিনি। বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে অনেককে। আমরা গতকাল (৪ ডিসেম্বর) বিভাগ অনুযায়ী মেন্টরিং এবং মনিটরিং কমিটি গঠন করেছি। যারা তদন্ত করতে দক্ষ তাদেরকে আমরা সেসব জায়গায় দেব।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তিনি কাজ করছেন বলেও উল্লেখ করেন।
আন্দোলনে আহত পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন 'যে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের পরিবারকে পুলিশের পক্ষ থেকে ১৩ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আর কাউকে ফিক্সড ডিপোজিট দেওয়া হয়েছে। যে আড়াই হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের সঙ্গেও আমাদের এখান থেকে যোগাযোগ রাখা হয়েছে, চিকিৎসার ব্যাপারে সহায়তা করা হয়েছে।'
সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ যেসব শীর্ষ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন তাদের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি বলে জানান তিনি। তারা দেশে থাকলে খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
মাঠপর্যায়ে পুলিশ সক্রিয় হওয়ার প্রশ্নে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো সময় বলা না গেলেও দ্রুত সব কিছু পুনর্গঠন করা হবে।