আইজিপি
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের তিন জ্যেষ্ঠ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতার মামলায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে সমাবেশে এক পুলিশ সদস্যকে হত্যার মামলায়ও তাদের আসামি করা হতে পারে।
আইজিপি বলেন, চলমান তদন্তে উসকানিমূলক হামলার পেছনে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।
বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে 'বঙ্গবন্ধু ২য় সাউথ এশিয়া সাম্বো-কুরাশ প্রতিযোগিতা ২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: চাঁদপুরে নাশকতা চেষ্টার অভিযোগে পৌর বিএনপির সভাপতিসহ আটক ৯
তিনি বলেন, হত্যা ও নাশকতার মামলা তদন্তাধীন। তাদের (বিএনপির তিন নেতা) নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগের তথ্য পাওয়া গেলে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
তিনি বলেন, হামলা বা হুমকি সত্ত্বেও পুলিশ তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
আরও পড়ুন: মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
তিনি বলেন, ‘আমরা সেসব অভিজ্ঞতা থেকে আমাদের দায়িত্ব পালন থেকে পিছপা হব না এবং যেকোনো ধরনের উসকানির মুখেও আমরা আন্তরিকতার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করব। আমাদের এমন প্রশিক্ষণ ও সামর্থ্য আছে। বাংলাদেশের প্রতিটি পুলিশ সদস্যের মনোবল দৃঢ়।’
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত রয়েছে এবং যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে মানুষ, সম্পত্তি ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হলেও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, 'আমরা ওই সময় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু কেউ উদ্যোগ নেয়নি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত করে তাদের (বিএনপি নেতাদের) গ্রেপ্তার করেছি।
আরও পড়ুন: মিয়া আরেফির ৫ দিনের রিমান্ড মঞ্জুর
মানুষের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করবে পুলিশ: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে প্রতিটি ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যারা এর আগেও সারা দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিল তাদেরও আইনের আওতায় আনা হবে।
দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় স্বার্থান্বেষী একটি মহল জড়িত দাবি করে পুলিশ প্রধান বলেন, ‘কেউ যদি কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে চায়, সে অধিকার তার রয়েছে। তবে মানুষেরও অবাধে রাস্তায় চলাচল করার অধিকার রয়েছে। সুতরাং, মানুষ যাতে অবাধে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি।’
আরও পড়ুন: দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস আইজিপি’র
২৮ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান আইজিপি। পরিদর্শন শেষে বুধবার (১ নভেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল না।
তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এদিকে কোনো প্ররোচনা ছাড়াই পিকেটাররা একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং আরেকটি বাসে হামলা চালায়। তারা ইচ্ছাকৃত মানুষের ওপর হামলা চালিয়েছে।’
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের নৃশংস হামলায় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম নিহত হন।
এ ছাড়া ওই দিন রাজধানীর মতিঝিল কাকরাইল ও নয়াপল্টনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৪১ পুলিশ সদস্য আহত হন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান, আহত ২২ পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং ১৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা’ হিসেবে পরিচয় দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফি ও বিএনপি কার্যালয়ে আনা লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ‘তদন্তের স্বার্থে আমরা এখনও কিছু প্রকাশ করতে চাই না।’
মঙ্গলবার সাভার থেকে সারওয়ার্দীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরেফিকে আটক করা হয়।
সোমবার ডিবি কার্যালয়ে ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা’ হিসেবে দাবি করা মিয়া জাহিদুল ইসলাম আরেফি বলেন, ‘লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী আমাকে বিকাল ৩টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। তারা আমাকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করেছিল।’
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: আইজিপি
দেশপ্রেমের চেতনায় দায়িত্ব পালন করুন: ক্যাডেট উপরিদর্শকদের উদ্দেশে আইজিপি
পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন: পুলিশের মহাপরিদর্শক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার এবং পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি তাদের দায়িত্ব যথাযথভাবে ও আইনানুগভাবে পালনের নির্দেশ দেন এবং মামলাগুলো সতর্কতার সঙ্গে তদন্ত করার নির্দেশ দেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আইজিপি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দুর্গাপূজা যাতে পালন করা যায়, সেজন্য পুলিশ সদস্যদের সজাগ থাকতে হবে। এছাড়া কেউ যেন গুজব না ছড়ায় তা নিশ্চিত করতে হবে।
আইজিপি মাঠ পর্যায়ে সব সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় রেখে পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন।
আরও পড়ুন: দেশপ্রেমের চেতনায় দায়িত্ব পালন করুন: ক্যাডেট উপরিদর্শকদের উদ্দেশে আইজিপি
সম্মেলনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশন) মো. আতিকুল ইসলাম ২০২৩ সালের এপ্রিল-জুন এবং জুলাই-সেপ্টেম্বর ২০২৩ কোয়ার্টারের সামগ্রিক অপরাধ পরিস্থিতি যেমন, ডাকাতি, খুন, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা তুলে ধরেন।
সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার তথ্য পর্যালোচনা করে জানানো হয়, গত জুলাই-সেপ্টেম্বর ২০২২ প্রান্তিকের তুলনায় চলতি বছরের দুই প্রান্তিকে ডাকাতি, খুন ও দাঙ্গার ঘটনা কমেছে।
সম্মেলনে আরও বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান ও বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।
সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত আইজিপি, ঢাকা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস আইজিপি’র
মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না: আইজিপি
দেশপ্রেমের চেতনায় দায়িত্ব পালন করুন: ক্যাডেট উপরিদর্শকদের উদ্দেশে আইজিপি
পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বৃহস্পতিবার (১২ অক্টোবর) ক্যাডেট উপপরিদর্শকদের (এসআই) সব লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের ব্রত নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘নিরপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৯তম ক্যাডেট উপপরিদর্শক ২০২১ ব্যাচের এক বছর মেয়াদি প্রাথমিক প্রশিক্ষণ পাসিং আউট প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মীর রেজাউল আলম।
আইজিপি বলেন, নবীন পুলিশ অফিসার হিসেবে মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পুলিশ প্রধান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যে কোনো দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে। বাংলাদেশ আজ সব প্রতিবন্ধকতা জয় করে একটি স্থিতিশীল, জঙ্গিমুক্ত মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত। বর্তমান সরকার পুলিশের জনবল বৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মান উন্নয়ন করে বাংলাদেশ পুলিশকে একটি বিশ্বমানের আইনি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
আরও পড়ুন: দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস আইজিপি’র
আইজিপি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশের কর্মপরিধি ব্যাপক বেড়েছে। সেইসঙ্গে পরিবর্তিত হচ্ছে অপরাধ সংঘটনের কৌশল। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।
এক্ষেত্রে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এটি জনগণের আস্থা অর্জন করেছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআইরা দেশ গঠন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে জনবান্ধব ও সেবাধর্মী পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।
প্রশিক্ষণ সম্পন্নকারীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, পুলিশ একাডেমি থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিনিয়ত অনুশীলন, জ্ঞানচর্চা ও বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাহান চৌধুরী, অতিরিক্ত আইজিপিবৃন্দ, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, রাজশাহী বিভাগ ও জেলায় কর্মরত উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আইজিপি একাডেমি চত্বরে নবনির্মিত 'ছায়াবিথী' উদ্বোধন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
আরও পড়ুন: মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না: আইজিপি
চাঞ্চল্যকর মামলার তথ্য উদঘাটন করায় পিবিআই'র ভূয়সী প্রশংসা আইজিপির
মার্কিন ভিসা নীতির কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না: আইজিপি
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে পুলিশের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে না।’
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন এলাকায় ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে এক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিচ্ছে।
এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিকেরাও অন্তর্ভুক্ত।
অবৈধ অস্ত্র রাখার বিষয়ে পুলিশ প্রধান বলেন, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন: চাঞ্চল্যকর মামলার তথ্য উদঘাটন করায় পিবিআই'র ভূয়সী প্রশংসা আইজিপির
তিনি বলেন, ‘আমরা এখনই আমাদের পরিকল্পনা প্রকাশ করতে পারছি না।’
আইজিপি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী সাধারণ নির্বাচনের সময় পুলিশ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে। কারণ নির্বাচনের আগে পুলিশ অবৈধ অস্ত্র আটকের কিছু পরিকল্পনা নিয়েছে।’
নির্বাচনের সময় তাদের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) এবং নির্বাচনের সময় ইসি যে দায়িত্ব দেবে পুলিশ পালন করবে।
রাজধানীর তেজগাঁও এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ আইনজীবী ভুবন চন্দ্র শীলের মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে। আমি আপনাদের (জনগণকে) আশ্বস্ত করতে চাই, কাউকে রেহাই দেওয়া হবে না। সে আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হোক না কেন। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: কেউ আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি
চাঞ্চল্যকর মামলার তথ্য উদঘাটন করায় পিবিআই'র ভূয়সী প্রশংসা আইজিপির
দেশের বহুল আলোচিত কয়েকটি হত্যা মামলা সমাধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাফল্যের প্রশংসা করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দপ্তর পরিদর্শন এবং মামলার তদন্ত ও সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময়কালে আইজিপি বলেন, পিবিআই মামলা তদন্তে দক্ষতার নতুন মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন: সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
তিনি বলেন, পুলিশের বিভিন্ন তদন্ত সংস্থার মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে তদন্তের মান বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে ৯৫ শতাংশ মামলার নিষ্পত্তি হচ্ছে।
পুলিশ প্রধান বলেন, পিবিআই উদ্ভাবনী ধারণা নিয়ে মামলাগুলো তদন্ত করছে। আইজিপি আশা প্রকাশ করেন, পিবিআই দীর্ঘদিন ধরে তদন্তে উচ্চমান বজায় রেখে জনগণের মধ্যে যে আস্থা তৈরি করেছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পিবিআই প্রধান (অতিরিক্ত আইজিপি) বনজ কুমার মজুমদার মামলার তদন্ত ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন।
তিনি শিশু হত্যার কারণগুলো নিয়ে গবেষণার উপরও জোর দেন।
পিবিআই ২০১২ সালে ৯৭০ জন জনবল নিয়ে যাত্রা শুরু করে। ২০১৬ সালের ৫ জানুয়ারি বিধিমালা প্রণয়নের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করে পিবিআই।
বর্তমানে পিবিআই ২ হাজার ৩১ জনের জনবল নিয়ে হত্যা, ডাকাতি, জালিয়াতি, মানবপাচারসহ বিভিন্ন ধরনের অপরাধের তদন্ত করছে।
আরও পড়ুন: নির্বাচনের আগে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি আইজিপির
কেউ আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
নির্বাচনের আগে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি আইজিপির
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৭ আগস্ট) বরিশাল পুলিশ লাইন্সে বরিশাল ইউনিট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি
তিনি বলেন, নির্বাচনের সময় দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের রয়েছে।
তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে কাজ করেছে এবং নির্বাচনের আগে ইসির নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করবে।
হবিগঞ্জে পুলিশের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তিনি ব্যক্তিগতভাবে তাকে দেখতে গিয়েছিলেন এবং ভুক্তভোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আহত হলে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হবে। হামলাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে এনেছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন:কেউ আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা দমনের প্রতিশ্রুতি দিলেন আইজিপি
কেউ আইনশৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে কোনো অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে।
শনিবার (১৯ আগস্ট) বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা দমনের প্রতিশ্রুতি দিলেন আইজিপি
আইজিপি বলেন, ‘আমরা লক্ষ্য করছি স্বাধীনতাবিরোধীরা আবারও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করছে। যদি কেউ এটি করার চেষ্টা করে, তবে পুলিশ অতীতের মতোই তাদের দায়িত্ব পালন করবে।’
তিনি আরও বলেন, পুলিশ তাদের শক্তি ও সামর্থ্য দিয়ে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত আইজি কামরুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বক্তব্য রাখেন।
আরও পড়ুন: নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি
সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো চেষ্টা দমনের প্রতিশ্রুতি দিলেন আইজিপি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার সঙ্গে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, পুলিশ জঙ্গিসহ এ ধরনের যেকোনো প্রচেষ্টা ঠেকাতে সক্ষম।
বুধবার বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে বাংলাদেশ পুলিশ আয়োজিত জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান শেষে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আরও পড়ুন: বিমানে পাইলট নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
জঙ্গিদের সাম্প্রতিক কার্যকলাপ সম্পর্কে আরও অনুসন্ধান বিষয়ে দেশের শীর্ষ এই পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমরা জঙ্গিদের দমন করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। যখনই তারা সংগঠিত হয়েছে এবং তাদের বিদ্যমান বাহিনীকে জানানোর চেষ্টা করেছে.. , যে কোন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা করে, আমরা তথ্য পাই। এ কারণে আমরা তাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছি। জঙ্গিদের যেকোনো ধরনের অপচেষ্টা আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছি।’
দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর কথিত নাশকতার চেষ্টা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তাদের জানাজার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু তারা তা করেননি। এর ফলে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হয়।
আরও পড়ুন: হুমকির আশঙ্কা না থাকলেও শোক দিবসে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার
আইজিপি বলেন, ‘যখনই নাশকতার চেষ্টা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা হবে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সাঈদীর মৃত্যুর ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসককে হুমকির বিষয়ে তিনি বলেন, পুলিশ হুমকিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাহবুবউদ্দিন আহমেদ, বীর বিক্রম, যিনি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: ঢাকায় সাঈদীর গায়েবানা জানাজা হবে না: ডিএমপি প্রধান
নির্বাচনে বাংলাদেশ পুলিশ ইসির অধীনে কাজ করবে: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কাজ করবে।
তিনি বলেন, কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: সাইবার ক্রাইম মোকাবিলায় প্রতিটি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে হবে: আইজিপির প্রতি রাষ্ট্রপতি
শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীর পুলিশ লাইনে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
আইজিপি বলেন, পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হলি খেলা চলছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
তিনি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা মিলেমিশে কাজ করছে। নির্বাচনকালেও সেভাবে পালনের জন্য প্রস্তুতি রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। একসময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল।
তিনি আরও বলেন, পুলিশের এখন লজিস্টিক সাপোর্ট বেড়েছে। প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
আরও পড়ুন: সকলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ: আইজিপি
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গবাদিপশু বহনকারী যানবাহন থামানোর বিষয়ে সতর্ক করেছেন আইজিপি