লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। পরে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহত লিটন মিয়া (১৯) আদিতমারি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, লিটনসহ ৪ জনের একটি দল গরু আনতে দুর্গাপুর সীমান্তের সীমানা পিলার ৯২৩ অতিক্রম করে ভারতে প্রবেশ করে। অবৈধভাবে গরু আনতে গেলে ভারতের ৭৫ বিএসএফ রারথার ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
এ সময় অন্যরা পালিয়ে আসলেও লিটন মিয়ার পায়ে গুলি লাগে। আহত লিটনকে বিএসএফ সদস্যরা আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে বলে জানান লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
আরও পড়ুন: নওগাঁর নিতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত