আগামী ১ অক্টোবর থেকে ‘নো হেলমেট, নো পেট্রোল’ উদ্যোগটি কার্যকর করা হবে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ। ইতিমধ্যে নতুন এ উদ্যোগ নিয়ে ট্রাফিক বিভাগের সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতিও একমত পোষণ করেছেন।
ফয়সাল মাহমুদ বলেন, দিন দিন মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তার অন্যতম কারণ হলো বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো ও হেলমেট ব্যবহার না করা। তাই বেপরোয়া মোটরসাইকেল ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে বেশ কিছুদিন থেকেই অভিযান চলছে। বর্তমানে কেউ যাতে কোনো অবস্থায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারে সেজন্য ‘নো হেলমেট, নো পেট্রোল’ উদ্যোগের ঘোষণা দেয়া হয়েছে।
এদিকে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরীর মোটরসাইকেল আরোহীরা বলেন, আগে ইচ্ছা করেই হেলমেট ব্যবহার করতাম না, গরম লাগত। তাছাড়া মাথায় নিয়ে ঘুরতে ভালো লাগত না। কিন্তু এখন এ উদ্যোগ বাস্তবায়ন হলে বাধ্য হয়েই হেলমেট ব্যবহার করতে হবে।
সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মস্তফা কামাল বলেন, ‘সম্প্রতি ট্রাফিক বিভাগ আমাদের সঙ্গে এ বিষয়ে সভা করে সহযোগিতা চেয়েছেন। সভায় আমরাও একমত পোষণ করেছি। আমরাও চাই এই উদ্যোগ বাস্তবায়ন হোক। এখন ট্রাফিক বিভাগ অফিসিয়ালভাবে একটি চিঠি দিলেই আমরা তা কার্যকর করবো। আমরা হেলমেট ছাড়া কাউকে পেট্রোল দিব না।’