মেট্রোপলিটন পুলিশ
বরিশালে ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি, ৩ মাস পর জানাজানি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক অফিস থেকে তিনমাসে আগে ৬০ রাউন্ড গুলি চুরি হয়েছে। ঘটনার তিনমাস পর বিষয়টি জানাজানি হয়েছে।
সূ্ত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বর মাসে বরিশাল নগরীর কালিবাড়ি রোডে ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ট্রাফিক অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে প্রাথমিকের ১৩২ শিক্ষার্থীর ভর্তি বাতিল
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ট্রাফিক পুলিশের সদস্য বলেন, তিনমাস আগে কালিবাড়ি রোড শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরি হয়েছে। এরপর থেকেই অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া আগে অফিসে যে কেউ প্রবেশ করতে পারতো, তবে এখন আগেরমতো নেই। গুলি চুরির ঘটনার পরপরই সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে। তাছাড়া অফিসে প্রবেশের ক্ষেত্রেও নিয়মকানুন জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের ট্রাফিক জোনের উপকমিশনার তানভীর আরাফাত বলেন, ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। তবে সেটা নিয়ে আমাদের সিনিয়ররা কাজ করছেন। আর ওই গুলি আমাদের নয়।
এই বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপকমিশনার আলী আশারফ ভূঁঞা বলেন, ট্রাফিক অফিস থেকে ৬০ রাউন্ড গুলি চুরির ঘটনায় তদন্ত চলমান আছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এই বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের ৬০ রাউন্ড গুলি ট্রাফিক অফিসে রাখাছিল, সেখান থেকেই গুলি চুরি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
আরও পড়ুন: বরিশালে সৎ মায়ের ছোড়া গরম পানিতে কিশোরের মৃত্যু!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে ঘুমন্ত দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
১ বছর আগে
অসহনীয় যানজটে ঢাকাবাসী
রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকায় বৃহস্পতিবার সকাল থেকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকার যাত্রীদের।
যথাসময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল, কলেজের শিক্ষার্থীরা।
সরোজমিনে দেখা গেছে, উত্তরা থেকে মহাখালী, আগারগাঁও থেকে বিজয় সরণি, মিরপুর, বাংলামোটর এবং তেজগাঁও পর্যন্ত সড়কে যানবাহন চলাচল প্রায় স্থির রয়েছে এবং এর প্রভাব শহরের অন্যান্য এলাকায়ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: শিগগিরই কমবে যানজট: স্বরাষ্ট্রমন্ত্রী
একটি বেসরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তা বলেন, আমি সকাল পোনে ১০টার দিকে উত্তরা থেকে একটি প্রাইভেট কার যোগে মালিবাগ এলাকায় অফিসে যাওয়ার জন্য রওনা দিলেও রেডিসন হোটেলে পৌঁছাতেই প্রায় এক ঘণ্টা লেগেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তা বলেন, সকালে বিজয় সরণি সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
তিনি ইউএনবিকে বলেন, সকাল ১০টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং শহরের যানজট পরিস্থিতির উন্নতি হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীর যানজট নিরসনে সাবওয়ে নির্মাণের বিকল্প নেই: সেতুমন্ত্রী
২ বছর আগে
চট্টগ্রামে ঈদ জামাত ঘিরে ৪ স্তরের নিরাপত্তা
সারাদেশে মঙ্গলবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরীতে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮ টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’য় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।
এছাড়া আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ এবং ঈদগাহে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এদিকে ঈদ জামাতসমূহের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চার স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: ঈদের দিন বৃষ্টির পূর্বাভাসএ ব্যাপারে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, এক মাস সিয়াম সাধনার পর আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। নগরীর ঈদ জামাতগুলোতে মুসল্লীসহ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সিএমপির পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।সিএমপির উপ কমিশনার (এসবি) মনজুর মোরশেদ বলেন, ঈদগাহ ময়দানে কাউন্টার টেরোরিজম, সোয়াতের সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। নগরের গুরুত্বপূর্ণ মসজিদ এবং ঈদগাঁহসমূহে আর্চওয়ে গেইট এবং হ্যান্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মাধ্যমে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ঈদ জামাতে আগত মুসল্লিদের জন্য কিছু নির্দেশনা দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, কোনও প্রকার ব্যাগ, লাগেজ, ছুড়ি, কাঁচি, দাহ্য পদার্থ বহন করা যাবে না। নিরাপত্তার প্রয়োজনে পুলিশ যদি জায়নামাজও তল্লাশি করতে চান তাহলে সহযোগিতা করতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ মসজিদ এবং ঈদগাঁহগুলোতে সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। সিএমপির প্রধান কন্ট্রোল রুম ছাড়াও জমিয়াতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী কন্ট্রোল রুম ঈদ জামাতের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে দেখভাল করা হবে।
আরও পড়ুন: ঈদ উদযাপনে ৪ দিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখের বেশি মোবাইল সিম ব্যবহারকারী
২ বছর আগে
দুই কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!
গাজীপুরে দুই কন্যাশিশুকে হত্যা করে এক মা আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার সন্ধ্যায় মহানগরের মোক্তার টেক এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- তাসফিয়া জাহান তাবিহা (৪) ও তাসনিম জাহান বুশরা (৯ মাস)। তারা ওই এলাকার শামসুল হকের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের কন্যা সন্তান। বিল্লাল হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারে।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় বিল্লাল হোসেন সন্তানদের জন্য নাস্তা কিনতে বাসার নিচে যান। কিছুক্ষণ পর মুড়ি, কলা এবং কেক নিয়ে বাসায় উঠে দেখতে পান শ্বাসরোধ করে দুই কন্যাসন্তানকে হত্যার পর তার স্ত্রী লিজা আক্তার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। তখন বিল্লাল হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে লিজাকে নিচে নামিয়ে হাসপাতালে পাঠায়।
বিল্লাল হোসেন জানান, তার স্ত্রী লিজা আক্তার (২৩) কয়েক মাস ধরেই মানসিক রোগে ভুগছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত করাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর তাদের মা লিজা আক্তার পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা, আটক মা
সাতক্ষীরার ২ শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
৩ বছর আগে
দুর্ঘটনা এড়াতে সিলেটে ‘নো হেলমেট, নো পেট্রোল’ উদ্যোগ
সিলেট, ২৭ সেপ্টেম্বর (ইউএনবি)- মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে ‘নো হেলমেট, নো পেট্রোল’ নামে ভিন্ন ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ উদ্যোগের আওতায় এবার হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল আরোহী আর পেট্রোল কিনতে পারবেন না।
৫ বছর আগে