চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি সংস্থার বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন জাতীয় পার্টির সভাপতি গোলাম মোহাম্মদ কাদের।
রবিবার পবিত্র রমজান মাসে শ্রমিক হত্যার নিন্দা জানিয়ে তিনি এক বিবৃতে এ দাবি করেন।
বিবৃতিতে ঘটনার জন্য প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখ করে জি এম কাদের বলেন, শ্রমিকরা পবিত্র রমজানকে কেন্দ্র করে সেহরি, ইফতার ও তারাবির নামাজের কথা বিবেচনায় রেখে তাদের কর্মঘণ্টা পুনঃনির্ধারণের দাবি করছিল। কি কারণে এবং কোন অবস্থাতে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালাতে বাধ্য হয়, তা খুঁজে বের করতে হবে।
জি এম কাদের বলেন, ‘পবিত্র রমজানে এমন পুলিশি মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য না।’
আরও পড়ুন: বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: ২ মামলায় আসামি আড়াই হাজার
বিরোধী দলীয় এই নেতা আহত ও নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া সহ আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করারাও দাবি জানান।
উল্লেখ্য, শনিবার বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে কর্মরত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত হন ও ২৫ জন আহত হন। বেতন পরিশোধ ও রমজান কর্মঘণ্টার কমিয়ে আনার দাবিতে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় শ্রমিকরা।