অগ্রহণযোগ্য
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না: ড. বদিউল আলম
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। এছাড়া নির্বাচনি অপরাধের সঙ্গে জড়িতদের বিচার হওয়া উচিত।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে। নেতৃত্ব দেওয়ার মতো কাউকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। আমি—ডামি, একতরফা ও মধ্যরাতের নির্বাচন করে আওয়ামী লীগ এ দেশে নির্বাচনি ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: সুজনের হাফিজ-বদিউলের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আবেদন
ড. বদিউল আলম মজুমদার বলেন, গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন, রিটার্নিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই অপরাধের সঙ্গে জড়িত ছিল। নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আদালতের নির্দেশ অমান্য করেছে। অতিউৎসাহী হয়ে পক্ষপাতদুষ্ট আচারণ করেছে। তাই নির্বাচনি অপরাধে অভিযুক্ত সব ব্যক্তিদের বিচারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।
বদিউল আলম আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকার ছিল রুটিন সরকার। অন্তর্বর্তী সরকারকে ১৫ থেকে ১৬ বছরের জঞ্জাল দূর করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারপরেও জাতীয় নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পেতে পারে।
আরও পড়ুন: মাগুরায় আদালত প্রাঙ্গণে বিএনপি নেতা চাঁদের ওপর হামলা, পুলিশ আহত
তিনি আরও বলেন, ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে নয়াপল্টনে হামলা চালিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার বিষয়ে নির্বাচন কমিশন দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র প্রস্তত করতে পারেনি।
সে সময় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য কয়েকটি কথিত দলকে নিবন্ধন দিয়েছে বলে জানান বদিউল আলম।
আরও পড়ুন: নিম্ন আদালতে কালো কোট-গাউন পরার আবশ্যকতা নেই: সুপ্রিম কোর্ট
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
২ মাস আগে
পুলিশের গুলিতে শ্রমিক নিহতের ঘটনা অগ্রহণযোগ্য: জাপা সভাপতি
চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি সংস্থার বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে দাবি করেছেন জাতীয় পার্টির সভাপতি গোলাম মোহাম্মদ কাদের।
রবিবার পবিত্র রমজান মাসে শ্রমিক হত্যার নিন্দা জানিয়ে তিনি এক বিবৃতে এ দাবি করেন।
বিবৃতিতে ঘটনার জন্য প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত খবরের উল্লেখ করে জি এম কাদের বলেন, শ্রমিকরা পবিত্র রমজানকে কেন্দ্র করে সেহরি, ইফতার ও তারাবির নামাজের কথা বিবেচনায় রেখে তাদের কর্মঘণ্টা পুনঃনির্ধারণের দাবি করছিল। কি কারণে এবং কোন অবস্থাতে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালাতে বাধ্য হয়, তা খুঁজে বের করতে হবে।
জি এম কাদের বলেন, ‘পবিত্র রমজানে এমন পুলিশি মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য না।’
আরও পড়ুন: বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: ২ মামলায় আসামি আড়াই হাজার
বিরোধী দলীয় এই নেতা আহত ও নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া সহ আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করারাও দাবি জানান।
উল্লেখ্য, শনিবার বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজে কর্মরত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত হন ও ২৫ জন আহত হন। বেতন পরিশোধ ও রমজান কর্মঘণ্টার কমিয়ে আনার দাবিতে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ জড়ায় শ্রমিকরা।
৩ বছর আগে