বৃহস্পতিবার সিআরআই জানিয়েছে, হোয়াইটবোর্ডের দ্বিতীয় সংস্করণ বাজারে এসেছে।
করোনাভাইরাস মহামারিকালে বাংলাদেশের নীতিগত ইস্যুগুলো নিয়ে চলতি বছর সেপ্টেম্বর থেকে ত্রৈমাসিক ‘হোয়াইট বোর্ড’ প্রকাশনায় আসে।
এবারের সংখ্যায় তথ্যপ্রযুক্তি খাতের অবদান ও তথ্য সুরক্ষা নিয়ে লিখেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও আইনজীবী অনিতা গাজী রহমান।
এছাড়া মহামারিকালে সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা দিক নিয়ে লিখেছেন শিল্প প্রযোজক ঈশিতা আজাদ। সংক্রমণ রোধে মাস্ক পরা নিয়ে লিখেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের আহমেদ মুশরিক মোবারক ও সহযোগী অধ্যাপক জেসন এবালাক।
ম্যাগাজিনের প্রধান সম্পাদক রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, ‘করোনাভাইরাসে এই সময়ে বাংলাদেশের অর্থনীতির মূল খাতগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে পুনরায় কর্মকাণ্ড চালু এবং অর্থনীতির জন্য বিশাল প্রণোদনা প্যাকেজ তৈরি করতে হয়েছে আমাদের।’
‘এবারের সংস্করণে মহামারিকালে অর্থনীতি পুনরুদ্ধারের নানা কৌশল আমাদের সামনে উপস্থাপন করেছেন অর্থনীতিবিদ সৈয়দ আখতার মাহমুদ। তিনি দেখিয়েছেন বেসরকারি খাতগুলো কিভাবে সেরা অবদান রাখতে পারে,’ বলেন রাদওয়ান মুজিব সিদ্দিক।
বর্তমানে বাংলাদেশি আইনে তথ্য স্থানীয়করণের কোনো প্রয়োজনীয়তা নেই।
সাধারণ অনুশীলনের বিষয়টি হিসাবে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের বাইরে অবস্থিত ক্লাউড বা সার্ভারে তথ্য সংরক্ষণ করার অনুমতি রয়েছে; এটি এখন সাধারণ শিল্প চর্চা।
তবে সংবেদনশীল তথ্যের জন্য এ ধরনের সর্বজনীন পদ্ধতি স্থানীয় তথ্য-ভিত্তিক শিল্প প্রচারের জন্য নিরাপদ বা উপযুক্ত নয় বলেও উল্লেখ করেন তারা।
হোয়াইটবোর্ড ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণ অনলাইনেও অবমুক্ত করেছে সিআরআই। http://www.whiteboardmagazine.com ঠিকানায় গিয়ে পড়া যাবে পুরো সংখ্যাটি।
প্রসঙ্গত, হোয়াইটবোর্ড ম্যাগাজিনের প্রথম সংখ্যা সাজানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের নীতি ও কৌশলসমূহ নিয়ে।