সিআরআই
লেটস টক উইথ শেখ হাসিনা: সিআরআইয়ের সংলাপে তরুণদের মুখোমুখি প্রধানমন্ত্রী
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ‘লেটস টক’ সিরিজের ৫৩ তম পর্বে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ৩০০ জনেরও বেশি তরুণের সঙ্গে সংলাপে অংশ নেন প্রধানমন্ত্রী।
এদের মধ্যে সুপার অ্যাচিভারস, ট্রান্সজেন্ডার আইকন, ক্রীড়া তারকা ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ীরাও ছিল। তবে এদিন তারা সবাই অভিন্ন উদ্দেশ্যে একত্র হয়েছিলেন।
এই তরুণেরা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষা নিয়ে নেত্রীর সঙ্গে আলোচনা করেন।
বিশ্বব্যাপী স্বীকৃত তরুণ বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা সঞ্চালিত ‘লেটস টক’-এর বিশেষ পর্বটি যুব ক্ষমতায়নের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির দৃষ্টান্ত।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ বিষয়ে সজীব ওয়াজেদের উত্তর নিয়ে আসছে 'লেটস টক'
১০ মাস আগে
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে নিবন্ধনে বাকি আর ৯ দিন
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আর মাত্র ৯দিন বাকি। দেশ গঠনে কাজ করে যাওয়া তরুণদের সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে সপ্তমবারের মতো ইয়াং বাংলা আয়োজন করছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
আয়োজক ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েদের নিরাপত্তার জন্য সচেতনতা বাড়াতে এবং মেয়েদের হয়রানিসহ সামাজিক বাধাগুলো অতিক্রম করে তাদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করা সংগঠনগুলো, বর্তমান প্রজন্মকে কার্যকর ও দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করে যাওয়া সংগঠনগুলো, শিশু শ্রমের হুমকি রোধ ও শিশু অধিকারের পক্ষে কাজ করা সংগঠন, প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং তাদের অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করা সংগঠন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে কাজ করা সংগঠনসহ অসংখ্য সংগঠন এরই মধ্যে আবেদন করেছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য।
আমরা আশা করছি দেশের প্রান্তিক অঞ্চলগুলোতে এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাওয়া আরও অনেক সংগঠনের আবেদন আমরা পাব।
তবে জাতীয় পর্যায়ে নিজ নিজ কাজের স্বীকৃতি পেতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদনের সময় একেবারেই শেষের দিকে আর মাত্র ৯দিন রয়েছে।
সপ্তমবারের মত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩ আয়োজন করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা। ইতোমধ্যে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে যা চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
দেশজুড়ে কাজ করে যাওয়া তরুণদের সংগঠনের পাশাপাশি সামাজিক সেবাদান, ক্যাম্পেইন ও কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রাখা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাবকেও এই অ্যাওয়ার্ডের জন্য আবেদনের আহ্বান জানিয়েছে ইয়াং বাংলা।
আরও পড়ুন: বিজয়ীদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেবেন রাদওয়ান মুজিব
এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিদের সংগঠন ৬টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। সেগুলো হলো দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু এবং পরিবেশ উদ্ভাবন ও যোগাযোগ।
এই ক্যাটাগরির আওতাভুক্ত সংগঠনগুলো নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক–সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি সেবা দেওয়া নিয়ে কাজ করে যাচ্ছে; তারা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবে।
অন্তত ১৮ মাস ধরে এসব সেবামূলক কাজে যুক্ত সংগঠন বা সংস্থা এতে আবেদন করতে পারবে এবং পুরস্কার পেতে আবেদনকারী সংগঠন বা সংস্থার বয়স অন্তত ২ বছর হতে হবে।
ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়, গত বছর তরুণদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়ে এই বছর বহুল প্রতীক্ষিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আবারও প্রদানের ঘোষণা দেয়া হয়। সিআরআই ও ইয়াং বাংলার অফিসিয়াল প্লাটফর্মগুলো থেকে এই ঘোষণা প্রদানের পর প্রথম দুই সপ্তাহেই দারুণ সাড়া মিলেছে তরুণদের কাছ থেকে।
মুক্তিযুদ্ধের স্লোগান 'জয় বাংলা' বাংলাদেশের পরিচয়কে ধারণ করে। সেই স্লোগানকে ধারণ করে এই পুরস্কারটি তরুণদের মধ্যে এক স্বপ্নবীজ বপন করে। মানবিক কাজ এবং সমাজে অবদানের জন্য বাংলাদেশের সেরা যুব সংগঠনগুলিকে স্বীকৃতি দেওয়া হয় এই পুরস্কারের মাধ্যমে।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ হলো জাতীয় স্লোগান
সারাদেশে থেকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসা তরুণ প্রতিভাদের খুঁজে বের করার জন্য সবদিক বিবেচনায় রেখে যাচাই-বাছাই করা হয় এই পুরস্কারের জন্য যা তরুণদের কাছে এরই মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। এই পুরস্কারপ্রাপ্ত অনেকগুলো সংগঠন পরবর্তীতে আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃত পুরস্কার লাভ করেছেন।
এই পুরস্কারের আবেদনের সময় শেষ হওয়ার পর মাঠ পর্যায়ে সংগঠনগুলোর কার্যক্রম যাচাই-বাছাই শেষে একটি উচ্চ পর্যায়ের বিচারক প্যানেল তৈরি করে চূড়ান্ত বাছাই করা হয় এই অ্যাওয়ার্ড প্রদানের জন্য। প্রাথমিক যাচাই-বাছাই শেষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ জানানো হবে।
তারুণ্যের বৃহত্তম প্লাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে প্রদান করে আসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এর আগের ছয় আসরে ১৫৩ তরুণদের নেতৃত্বাধীন সংগঠনকে সম্মানিত করা হয়েছে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে তাদের সাফল্যের গল্প।
পুরস্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক এবং ৩ লাখের বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: এবারও হচ্ছে না জয় বাংলা কনসার্ট, থাকছে ভিন্ন আয়োজন
১ বছর আগে
তরুণদের আরও দায়িত্ব দেয়ার সময় হয়েছে: রাদওয়ান মুজিব সিদ্দিক
তরুণদের ক্ষমতায়ন ও তাদের আরও দায়িত্ব দেয়া নিয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ‘কথাকে কাজে পরিণত’ করতে চান।
তিনি বলেন, ‘আমাদের শুধু কথা বললেই হবে না। একে কাজে পরিণত করতে হবে। শুধু এটা বললেই হবে না আমরা তরুণদের হাতে সব দায়িত্ব দিয়ে দেব। তাদের হাতে আরও দায়িত্ব দেয়ার সময় হয়েছে। ব্যবসা, রাজনীতি, এনজিও সবখানে তরুণদের সুযোগ করে দিতে হবে।’
সোমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
রাদওয়ান বলেন, ‘যেভাবে কাজ করছেন চালিয়ে যান। আমরা আপনাদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পাই। বিশ্ব একটি কঠিন সময় পার করছে। তবে আপনারাই আমাদের উৎসাহ।’
তরুণদের নেতৃত্বাধীন সংগঠন যেগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে এমন ৭৫০টি সংগঠন থেকে আবেদন পায় ইয়ুথ বাংলা। এরপর সেখান থেকে প্রাথমিকভাবে ৩১টি সংগঠনকে মনোনয়ন দেয়া হয় এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখায় ১৫টি সংগঠনকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’ দেয়া হয়।
তিনি বলেন, ‘যে তরুণরা সমাজে অবদান রেখেছেন তাদের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়েছে। আজকের এই দিনে আমরা স্মরণ করছি ১৯৭১ এর তরুণ প্রজন্মকে, যাদের সাহস ও ত্যাগের কারণে আমরা আজ এখানে এই অনুষ্ঠান করতে পারছি। ভিশন-২০২১ এরপর ২০৪১ এর দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। সবই করতে পারছি তাদের ত্যাগের জন্য। তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
আরও পড়ুন: বিজয়ীদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেবেন রাদওয়ান মুজিব
২ বছর আগে
কোভিড পরবর্তী বাংলাদেশে তথ্য সুরক্ষা একটি বড় চ্যালেঞ্জ: হোয়াইটবোর্ড
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই’র ‘হোয়াইট বোর্ড’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে বাংলাদেশে জনগণ যেভাবে দ্রুত গতিতে ডিজিটাল পরিষেবাগুলোতে প্রবেশ করেছে, তা কোভিড পরবর্তী সময়ে তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ বাড়িয়ে তুলছে।
৩ বছর আগে
সমাজের উন্নয়নে কাজ করতে চান জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীরা
দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাওয়া ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০’বিজয়ী তরুণরা জীবন ঘুরে দাঁড়ানো এবং সমাজের পরিবর্তনের দিকে মনোনিবেশ করেছেন।
৪ বছর আগে
'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' বিজয়ীদের নাম মঙ্গলবার জানাবেন জয়
'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০' বিজয়ীদের নাম মঙ্গলবার এক ভার্চুয়াল অনুষ্টানের মাধ্যমে ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
৪ বছর আগে
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান ১৭ নভেম্বর
দেশের তরুণদের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’ আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’-এর চতুর্থ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ নভেম্বর।
৪ বছর আগে
হাসিনা: আ ডটার’স টেল এবার টিভি পর্দায়
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের অজানা-অদেখা গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটার’স টেল’ শুক্রবার বাংলাদেশ টেলিভিশন ছাড়াও আটটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
৪ বছর আগে