এক সপ্তাহের মধ্যে ফের দ্বিতীয় বারের মতো খুচরা গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানিগুলো। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এ প্রস্তাব দেয় প্রতিষ্ঠানগুলো।
এছাড়া তাদের প্রধান গ্যাস সরবরাহকারী পেট্রোবাংলাও পৃথকভাবে বাল্ক পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
এর আগে গত ২১ জানুয়ারি ছয়টি বিতরণ ও একটি সঞ্চালন কোম্পনি একই ধরনের প্রস্তাব দিলে তা ‘কারিগরি ত্রুটির’ কথা বলে প্রত্যাখ্যান করে বিইআরসি।
তবে বাল্ক পর্যায়ে পেট্রোবাংলা কত টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিইআরসি যদি বিতরণকারীদের প্রস্তাব গ্রহণ করে তাহলে রান্নার জন্য দুই চুলার সংযোগে ব্যয় ৯৭৫ টাকা থেকে বেড়ে দুই হাজার ১০০ টাকা এবং এক চুলার ব্যয় ৯২৫ টাকা থেকে বেড়ে দুই হাজার টাকা হবে।
আরও পড়ুন: গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার: বিএনপি
বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল ইউএনবিকে বলেন, ‘মঙ্গলবারের মধ্যে আমরা পেট্রোবাংলাসহ আটটি প্রতিষ্ঠান থেকে প্রস্তাব পেয়েছি।’
তবে তিনি জানান, পেট্রোবাংলার প্রস্তাবে কিছু প্রয়োজনীয় নথি নেই যা প্রতিষ্ঠানটি দুই একদিনের মধ্যে দিবে।
তিনি বলেন, ‘যদি সব প্রয়োজনীয় নথি বৈধ ও গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়। তবে কমিশন প্রস্তাবগুলো বিশদভাবে যাচাই করার জন্য একটি কারিগরি কমিটি গঠন করবে এবং কারিগরি কমিটির ফলাফলসহ তাদের প্রস্তাবগুলো গণশুনানির জন্য রাখা হবে।’
কর্মকর্তা সূত্র জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পেট্রোবাংলা ও এর সাতটি সহযোগী সংস্থা বাল্ক ও খুচরা পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।