আগামী ১১ ফেব্রুয়ারি থেকে পূর্ণ ডোজ টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে যুক্তরাজ্যকে ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার দেয়া এক ঘোষণায় জানানো হয়, ১১ ফেব্রুয়ারি ভোর ৪ টা থেকে দেশটিতে আসা ভ্রমণকারীদের মধ্যে যারা পূর্ণ ডোজ টিকা নেয়নি, শুধুমাত্র তাদের যুক্তরাজ্যে পৌঁছানোর দুই দিনের মধ্যে একটি প্রি-ডিপারচার পরীক্ষা এবং একটি পিসিআর পরীক্ষা করতে হবে। তবে পূর্ণ ডোজ টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য পরীক্ষার বাধ্যবাধকতা থাকবে না।
স্বাভাবিক পরিস্থিতির দিকে ফিরে আসার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটির ভ্রমণ খাত।
করোনার বিধিনিষেধ কমানোর ফলে ইউরোপের সবচেয়ে উন্মুক্ত অর্থনীতি ও সমাজের পাশাপাশি; সবচেয়ে মুক্ত-প্রবাহিত সীমানা উন্মুক্ত করল যুক্তরাজ্য।
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি আর নেই
দেশটির পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে নতুন এ নীতি কার্যকর হবে। টিকা নেয়া যাত্রীদের সীমান্তে পরীক্ষার মুখোমুখি হওয়ার বিষয়টি গ্রহণযোগ্যতা হারিয়েছে। আমরা ব্রিটেনকে মুক্ত করছি।
তিনি আরও বলেন, আমাদের দেশে ইতোমধ্যেই ইউরোপের সবচেয়ে উন্মুক্ত অর্থনীতিগুলোর মধ্যে একটি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এ দেশ ব্যবসা ও ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত। এখানে আগত লোকদের পূর্ণ ডোজের টিকা দেয়া থাকলে কভিড পরীক্ষার ফল দেখাতে হবে না।
ইউকে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্রেটারি সাজিদ জাভিদ বলেছেন, তারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং তারা ভাইরাসের সঙ্গে লড়াই করে বাঁচতে শেখার জন্য একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে।
আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট: যুক্তরাজ্যে নতুন সতর্কতা
আগামী মার্চের মধ্যে ইউরোপে করোনায় আরও ৭ লাখ মানুষ মারা যাবে: ডব্লিউএইচও