বিধিনিষেধ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
যুক্তরাষ্ট্র বলেছে, আশা করা হচ্ছে- বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রসহ দেশে অবস্থানরত সব বিদেশি মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র।’
তিনি বলেন, তিনি মার্কিন দূতাবাস বা বাংলাদেশে কর্মরত কর্মীদের নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা করবেন না।
আরও পড়ুন: 'অভিন্ন অগ্রাধিকার' নিয়ে আলোচনায় বাংলাদেশের সঙ্গে সরাসরি যুক্ত যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
এক প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘আমি বলব যে অবশ্যই আমাদের কূটনৈতিক কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এবং কূটনৈতিক সম্পর্ক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন অনুসারে, প্রতিটি আয়োজক দেশকে অবশ্যই সমস্ত কূটনৈতিক মিশন প্রাঙ্গণের সুরক্ষা নিশ্চিত করার জন্য তার বাধ্যবাধকতা বজায় রাখতে হবে এবং কর্মীদের উপর যে কোনো আক্রমণ প্রতিরোধে সমস্ত কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।’
গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মিলার আবারও গণমাধ্যমের কথা উল্লেখ করা থেকে বিরত থাকেন।
তিনি বলেন, ‘আমি নির্দিষ্ট পদক্ষেপ, পূর্বরূপ পদক্ষেপ সম্পর্কে বলছি না।’
আরও পড়ুন: বাংলাদেশসহ সব দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত: মার্কিন পররাষ্ট্র দপ্তর
মুখপাত্র বলেন, তারা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে সেক্রেটারির কর্তৃত্বের অধীনে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিয়েছে, যারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে দুর্বল করার জন্য দায়ী বা জড়িত বলে আমরা বিশ্বাস করি।
মিলার বলেন, ‘এবং ২৪ মে আমরা যখন এই নীতি ঘোষণা করেছিলাম তখন আমরা স্পষ্ট করে দিয়েছিলাম যে নির্দিষ্ট ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ নয়। বরং যে কোনো বাংলাদেশি ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হবে যাদেরকে আমরা বিশ্বাস করি- গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত।’
তিনি আরও বলেন, ‘তাই আমরা অন্য ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার বিকল্পটি বজায় রাখি যদি এবং যখন আমরা বিশ্বাস করি যে এটি উপযুক্ত।’
আরও পড়ুন: অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
১ বছর আগে
করোনার বিধিনিষেধ তুলে নেবে নিউজিল্যান্ড
ওমিক্রনে আক্রান্তের হার হ্রাস পাওয়ায় আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা মহামারি সংক্রান্ত অনেকগুলো বিধিনিষেধ তুলে নেবে নিউজিল্যান্ড।
বুধবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, আগামী ৪ এপ্রিল থেকে মুদি দোকান, রেস্তোঁরা এবং বারের মতো জায়গাগুলোতে যাওয়ার জন্য মানুষদের আর টিকা দেয়ার প্রয়োজন হবে না।
শিক্ষক, পুলিশ অফিসার এবং ওয়েটারসহ কিছু পেশাজীবীদের জন্যও ভ্যাকসিন সংক্রান্ত একটি বিধিনিষেধ তুলে নেয়া হবে। তবে, স্বাস্থ্যসেবা এবং বয়োজ্যেষ্ঠদের সেবাকারী, সীমান্ত রক্ষাকর্মীদের জন্য টিকার বাধ্যবাধকতা থাকবে।
এছাড়াও শুক্রবার থেকে আউটডোর বিভিন্ন অনুষ্ঠান যেমন কনসার্ট ও ম্যারাথনের মতো অনুষ্ঠানগুলোতে ১০০ জন উপস্থিতির অনুমতি দেয়া হবে। আর ইনডোর প্রোগ্রামগুলোর ক্ষেত্রে ১০০র বদলে ২০০ জন উপস্থিতির অনুমতি দেয়া হবে।
তবে নাগরিকদের আবদ্ধ জায়গা যেমন- দোকান, গণপরিবহন প্রভৃতিতে এবং ৮ বা এর বেশি বয়সী বাচ্চাদের শ্রেণিকক্ষে মাস্ক পরতে হবে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডে ঝড়ে মাছ ধরার নৌকাডুবে নিহত ৩, নিখোঁজ ২
আরডার্ন বলেন, করোনভাইরাসের বিস্তার ঠেকাতে গত দুই বছরে সরকারের নেয়া পদক্ষেপগুলো হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে এবং অর্থনীতিকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে।
এই প্রচেষ্টাকে সফল করতে আমাদের সকলেরই কিছু না কিছু করতে হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে, দেশটির সরকার ঘোষণা করেছিল আগামী ১২ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ান পর্যটকরা এবং ১ মে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ব্রিটেন সহ অন্যান্য অনেক দেশের পর্যটকরা নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে।
আন্তর্জাতিক পর্যটন নিউজিল্যান্ডের বৈদেশিক আয়ের প্রায় ২০ শতাংশ এবং জিডিপির ৫ শতাংশের বেশি আয় হতো পর্যটন থেকে। তবে করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন ধরে দেশটিতে পর্যটকদের প্রবেশ নিষেধ রয়েছে।
আরও পড়ুন: মস্কো থেকে আমেরিকান কূটনীতিক বহিষ্কার
ইউক্রেনে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত: ন্যাটো
২ বছর আগে
বাংলাদেশের ওপর থেকে করোনার বিধিনিষেধ তুলে নিলো ফ্রান্স
বাংলাদেশকে ‘সবুজ’ তালিকার দেশ হিসেবে বিবেচনা করে করোনার বিধিনিষেধ তুলে নিয়েছে ফ্রান্স।
বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ফরাসি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সবুজ তালিকায় থাকা বাংলাদেশের মতো দেশ থেকে ফ্রান্সে আগমনের ব্যবস্থা (পরীক্ষা, আইসোলেশন) তুলে নেয়া হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ
ফরাসি সরকাররে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে ভ্রমণ করা যাত্রী যারা করোনার ফাইজার, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা এবং জনসন ও জনসনের টিকা নিয়েছে তাদের দেশটিতে যেতে এবং সেখান থেকে যাত্রা করতে করোনার পরীক্ষা করাতে হবে না।
বাংলাদেশ থেকে ফ্রান্সে যেতে সম্পূর্ণ টিকা নেয়ার প্রমাণই যথেষ্ট।
তবে করোনার টিকা নেয়নি এমন যাত্রীদের বাংলাদেশ থেকে ফ্রান্সে যেতে করোনার আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দেখানো লাগবে।
আরও পড়ুন: বাংলাদেশকে ২ কোটি ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল ফ্রান্স
২ বছর আগে
২২ ফেব্রুয়ারির পর বিধিনিষেধ বাড়বে না: মন্ত্রিপরিষদ সচিব
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ২২ ফেব্রুয়ারির পর আর বাড়ানো হবে না বলে জনিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, আগামী (২২ ফেব্রুয়ারি) পরশু স্কুল (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান) ও ১ মার্চ প্রাথমিক বিদ্যালয় পুনরায় খোলার জন্য স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে। কারণ ২২ ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রান্ত আর কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। তবে যেকোনো অনুষ্ঠানে যাবেন, যেখানে যাবেন; সবাইকেই মাস্ক পরতে হবে।
রবিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, যে কোনো কর্মসূচি ও জমায়েতে সবাই যেন মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতি: বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি
২ বছর আগে
করোনার ঊর্ধ্বগতি: বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি
করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় সরকার আরোপিত বিধিনিষেধের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পূর্বঘোষিত বিধিনিষেধ আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
আরও পড়ুন: বিধিনিষেধ না মানলে লকডাউনের চিন্তা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
এ সময় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এ সব ক্ষেত্রে যোগদানকারীদের অবশ্যই করোনার টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর সার্টিফিকেট আনতে হবে।
এতে আরও বলা হয়, এ সময় সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।
আরও পড়ুন: সংক্রমণ ঊর্ধ্বগতি: ফিরে এল কঠোর বিধিনিষেধ
করোনা পরিস্থিতির অবনতি, ফের কঠোর বিধিনিষেধ
২ বছর আগে
ভ্রমণকারীদের জন্য করোনার বিধিনিষেধে পরিবর্তন আনছে যুক্তরাজ্য
আগামী ১১ ফেব্রুয়ারি থেকে পূর্ণ ডোজ টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে যুক্তরাজ্যকে ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার দেয়া এক ঘোষণায় জানানো হয়, ১১ ফেব্রুয়ারি ভোর ৪ টা থেকে দেশটিতে আসা ভ্রমণকারীদের মধ্যে যারা পূর্ণ ডোজ টিকা নেয়নি, শুধুমাত্র তাদের যুক্তরাজ্যে পৌঁছানোর দুই দিনের মধ্যে একটি প্রি-ডিপারচার পরীক্ষা এবং একটি পিসিআর পরীক্ষা করতে হবে। তবে পূর্ণ ডোজ টিকা নেয়া ভ্রমণকারীদের জন্য পরীক্ষার বাধ্যবাধকতা থাকবে না।
স্বাভাবিক পরিস্থিতির দিকে ফিরে আসার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশটির ভ্রমণ খাত।
করোনার বিধিনিষেধ কমানোর ফলে ইউরোপের সবচেয়ে উন্মুক্ত অর্থনীতি ও সমাজের পাশাপাশি; সবচেয়ে মুক্ত-প্রবাহিত সীমানা উন্মুক্ত করল যুক্তরাজ্য।
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি আর নেই
দেশটির পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে নতুন এ নীতি কার্যকর হবে। টিকা নেয়া যাত্রীদের সীমান্তে পরীক্ষার মুখোমুখি হওয়ার বিষয়টি গ্রহণযোগ্যতা হারিয়েছে। আমরা ব্রিটেনকে মুক্ত করছি।
তিনি আরও বলেন, আমাদের দেশে ইতোমধ্যেই ইউরোপের সবচেয়ে উন্মুক্ত অর্থনীতিগুলোর মধ্যে একটি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এ দেশ ব্যবসা ও ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত। এখানে আগত লোকদের পূর্ণ ডোজের টিকা দেয়া থাকলে কভিড পরীক্ষার ফল দেখাতে হবে না।
ইউকে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্রেটারি সাজিদ জাভিদ বলেছেন, তারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং তারা ভাইরাসের সঙ্গে লড়াই করে বাঁচতে শেখার জন্য একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে।
আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট: যুক্তরাজ্যে নতুন সতর্কতা
আগামী মার্চের মধ্যে ইউরোপে করোনায় আরও ৭ লাখ মানুষ মারা যাবে: ডব্লিউএইচও
২ বছর আগে
৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: মন্ত্রিপরিষদ বিভাগ
করোনা সংক্রমণ রোধে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো.সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে সার্বিক কার্যাবলি/চলাচলে পাঁচটি বিধিনিষেধের কথা বলা হয়েছে। বিধিনিষেধগুলো হলো-
১. ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করবে।
৩. সামাজিক/ রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-র বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবে তাদের অব্যশই টিকা সনদ/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টফিকেট আনতে হবে।
৪. সরকারি/বেসরকারি অফিস, শিল্প কারখানাসমুহে কর্মকর্তা/কর্মচারীদের টিকা সনদ প্রহণ করতে হবে।
৫. বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সধরণের জসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকার ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এর পর দফায় দফায় অনেকবার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়। সর্বশেষ দফায় আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়। অবশেষে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৭ মাস পর গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়।
আরও পড়ুন: সরকারের ১১ দফা নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
করোনার বুস্টার ডোজ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনায় কাজ করার নির্দেশ
ওমিক্রন ঠেকাতে ১৫ নির্দেশনা
২ বছর আগে
সরকারের ১১ দফা নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিতের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
করোনা নিয়ন্ত্রণে সরকারের ১১ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে জেলা প্রশাসকদের। তাছাড়া যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে করোনা মোকাবিলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'যেহেতু কোভিড বাড়ছে,আমরা খুবই আতঙ্কিত না হলেও এটা আশঙ্কাজনক এবং চিন্তার কারণ। আমরা জেলা প্রশাসকদের বলেছি গতবার দ্বিতীয় ঢেউ বা প্রথমে যেভাবে সহযোগিতা করেছেন এবারও সেভাবে সহযোগিতা আপনাদের কাছে আশা করি। আপনারা একটি জেলা পর্যায়ের কমিটির সভাপতিত্ব করেন, সেখানে সকলকে নিয়ে কাজ করবে। আমাদের যে স্থানীয় প্রতিনিধি আছেন তাদেরকে নিয়েও কাজ করবেন। এবং তাদেরকে নিয়ে কাজ করলে আপানাদের কাজ ভালো হবে, সফল হবে।
আরও পড়ুন: ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা
তিনি বলেন, আমরা স্বাস্থ্যবিভাগ প্রস্তুত আছি। আগের তুলনায় অনেক ভালো অবস্থায় আছি।আমাদের অক্সিজেনের অভাব নেই। প্রায় ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে, যেটা আগে ছিলো না। আমাদের টেলিমেডিসিনের ব্যবস্থা রয়েছে, ২০ হাজার বেড রয়েছে। ৪০ হাজার নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে, ১৫ হাজার ডাক্তার রয়েছে, ২০ হাজার নার্স রয়েছে, টেকনিশিয়ান রয়েছে। সার্বিক বিষয়ে প্রস্তুতি ভালো। সামনে চলমান ওমিক্রন যেভাবে বাড়ছে সেটার লাগাম ধরে রাখতে আমাদের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, ১১ দফা বলতে পারেন। বিধিনিষেধগুলো যাতে বাস্তবায়ন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিয়েসহ বিভিন্ন রকম অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এখন বন্ধ থাকতে হবে। এ বিষয়গুলো আমরা তুলে ধরেছি। পাশাপাশি আমরা বলেছি ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্টেও স্ক্রিনিং চলছে। তাছাড়া যারা কোয়ারেন্টাইনে থাকে তারা যাতে ঠিকভাবে কোয়ারেন্টাইন মেনে চলে সে ব্যাপারে নজরদারি করতে বলা হয়েছে।
আরও পড়ুন: ৫ ডিসি ও ২ বিভাগীয় কমিশনার করোনায় আক্রান্ত
এসময় যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ১৫ কোটি ডোজ টিকা দিয়েছি, আরও ৯ কোটি হাতে আছে। সবাইকে টিকা দেয়া হবে।সেটি আমরা করতে পারবো। ৯০ ভাগ শিক্ষার্থীদের টিকা দেয়া শেষ হয়েছে।বাকীদেরও দেয়া হবে।
২ বছর আগে
সংক্রমণ নিয়ন্ত্রণে কারিগরি কমিটির ৫ সুপারিশ
বাংলাদেশে বর্তমান করোনার প্রকোপ নিয়ন্ত্রণে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি পাঁচটি সুপারিশ করেছে। কারিগরি পরামর্শক কমিটির ৫৩তম সভায় এই সুপারিশ করা হয়।
সুপারিশগুলো হলো-
কোভিড-১৯ পজিটিভ রোগীরা লক্ষণ প্রকাশের ১০ দিন পর্যন্ত আইসোলেশনে থাকবে। এছাড়া কোভিড-১৯ নিশ্চিত রোগীর সংস্পর্শে এসেছেন এমন ব্যাক্তি যাদের কোন উপসর্গ নেই তাদের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই, তবে তাদেরকে টাইট মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।
বিমানবন্দরসহ সকল পোর্ট অব এন্ট্রিতে সরকারি স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে পালনের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নজরদারি বৃদ্ধির জন্য কমিটি সুপারিশ করছে।
সকল সরকারি হাসপাতালে সার্বক্ষণিক কোভিড-১৯ ও নন-কোভিড সকল রোগীর জরুরি চিকিৎসা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
মন্ত্রী পরিষদ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের বাস্তবায়নের লক্ষ্যে অংশীদের যেমন –পরিবহন মালিক সমিতি, দোকান মালিক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দসহ সকলকে সম্পৃক্ত করে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
জাতীয় পরামর্শক কমিটি জনগণকে মাস্ক পরিধান নিশ্চিতকরণে সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণকে বিনামূল্যে মাস্ক বিতরণের প্রস্তাব করে। এছাড়া জনপ্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের মাধ্যমে জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদ্বুদ্ধকরণের সুপারিশ করা হয়।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ৩৩ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে
বাংলাদেশে করোনা পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও সাড়ে ৯ হাজার। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৮৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭২ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৭৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় শনাক্তের হার ২৫.১১ শতাংশ, মৃত্যু ১২
২ বছর আগে
সমাবেশ বন্ধ করতে নয়, করোনা থেকে বাচঁতেই বিধিনিষেধ: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ‘বিএনপির সমাবেশ বন্ধ করতে নয়, করোনা থেকে বাচঁতে বিধিনিষেধ দিয়েছে সরকার।’
বিএনপি নেতারা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘করোনা প্রতিরোধের জন্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছেন। সেটি নিয়ে বিএনপি বলছে, তাদের সমাবেশ বন্ধ করতে সরকারের এই বিধি-নিষেধ দিয়েছে। বিএনপি এসব কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।’
বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
আরও পড়ুন: ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অরুচিকর: হানিফ
হানিফ আরও বলেন, আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। এতেই বোঝা যাচ্ছে দেশে করোনার ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে করোনা শনাক্তের হার ১ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশে দাঁড়িয়েছে এই মহামারি থেকে জাতিকে রক্ষা করার জন্য বিধি-নিষেধ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে হানিফ বলেন, জনগণের আস্থার প্রতীক নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন। করোনার নতুন ধরণ ওমিক্রন দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করে হানিফ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এদেশে যেহেতু নির্বাচন কমিশন আইন নেই। কিন্তু চলতি ২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এত দ্রুত সময়ে নির্বাচন কমিশন আইন তৈরি করা সম্ভব নয়। তাই বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সে অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে সব রাজনীতি দলের নৈতিক দায়িত্ব হলো- মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে কমিশন গঠনে সহায়তা করা। কোন রাজনৈতিক দল চাইলে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া নাই দিতে পারেন তাই বলে নির্বাচন কমিশন গঠন থেমে থাকতে পারে না। এ সময় কলেজের শিক্ষক কর্মকর্তা, শিক্ষার্থী ও আওয়ামীলীগ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টিকা নিয়ে প্রমাণ করেছি বিএনপি মিথ্যাচারে লিপ্ত: হানিফ
খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে নেতা-কর্মীরা রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত: হানিফ
২ বছর আগে