চাঁদপুরে মেঘনা নদীতে সার বোঝাই এমভি আল-বাখেরার সাতজনকে হত্যার ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২৫ ডিসেম্বর) র্যাব থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে হাইমচর উপজেলার ঈশানবালা চরের কাছে ওই জাহাজ থেকে পাঁচজনের লাশহ আহত আহত তিন ব্যক্তিকে উদ্ধার করে কোস্টগার্ড ও নৌ পুলিশ। পরে আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: চাঁদপুরে এমভি আল বাকেরার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই দিনই শিল্প মন্ত্রণালয় একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে।
এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে এর বিচার দাবি করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর হাসপাতাল থেকে লাশ গ্রহণের সময় তারা এ দাবি জানান।
নিহতরা হলেন- জাহাজের ক্যাপ্টেন ফরিদপুরের গোলাম কিবরিয়া (৫৫), তার ভাতিজা শেখ সবুজ (৩৫), নড়াইলের নাবিক আমিনুল মুন্সি (৪০), মাগুরার নাবিক মাজেদুল ইসলাম (১৬), মাগুরার নাবিক সজিবুল ইসলাম (২৬), নড়াইলের প্রকৌশলী সালাউদ্দিন (৪০) ও মুন্সিগঞ্জের বাবুর্চি কাজী রানা (২৪)।