বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৫ জনে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪১৬ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১১ মৃত্যু
তিনি জানান, আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৭৬ জন নিয়ে মোট ১২ হাজার ২৯ জন, পটুয়াখালীতে নতুন ১১ জন নিয়ে মোট ৩ হাজার ৪৫৩, ভোলায় নতুন ৪১ জনসহ মোট ২ হাজার ৮৬৭, পিরোজপুরে নতুন ১৬ জনসহ মোট ৩ হাজার ৮৭১, বরগুনায় নতুন একজন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৮৮ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৫ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৭ জনে।
এছাড়া এখন পর্যন্ত বরিশাল জেলায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩৩ জন।
আরও পড়ুন: কুষ্টিয়া জেলাতে করোনায় আরও ১৪ মৃত্যু
এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ১৫ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩০০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১১২ জন করোনা ওয়ার্ডে এবং ১৮৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৬৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে শনাক্তের হার ৫২ শতাংশ।