করোনা ও উপসর্গ
কুষ্টিয়ায় করোনায় ৩ মৃত্যু
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আক্রান্ত ও উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৬১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৩০ জন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ৬ মৃত্যু
এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩১৪ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৩৩ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৫ জন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪১ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩০০ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ৭ মৃত্যু
৩ বছর আগে
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ৬ মৃত্যু
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিন জন ও উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ৭ মৃত্যু
মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ৫৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৩২ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২১ জন।
আরও পড়ুন: করোনা: কুষ্টিয়ায় ১ মৃত্যু, শনাক্ত ৪৩
এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৬ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
৩ বছর আগে
কুষ্টিয়ায় করোনায় ২ মৃত্যু
কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম জানান, হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৩৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২৯ জন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ২৯
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫০ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। এপর্যন্ত কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৫২ জন। এখন পর্যন্ত জেলায় করোনা ও উপসর্গে ৭৪৯ জন মারা গেছেন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪১৯ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৩৭৪ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ৪৯
৩ বছর আগে
সিলেটে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ৪৯
করোনায় সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ জন।
এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৯ জনের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৯২৬ জন।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ২৯
তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় বিভাগে ৭৪৫ নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা ধরা পড়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৯২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ২১১ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৯৬, হবিগঞ্জে ৬ হাজার ৫৬৬ ও মৌলভীবাজারে ৭ হাজার ৯৫২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৫২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ১৯ ও ৪ জন মৌলভীবাজার জেলার।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ৭ মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৫ ব্যক্তির সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১২৯ জন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুুন: করোনা: কুষ্টিয়ায় ১ মৃত্যু, শনাক্ত ৪৩
৩ বছর আগে
সিলেটে করোনায় আরও ৭ মৃত্যু
করোনায় সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২১ জনে।
এ সময়ে নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৭৫৭ জন।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন:করোনা: কুষ্টিয়ায় ১ মৃত্যু, শনাক্ত ৪৩
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫০ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭১ জনের করোনা ধরা পড়ে। এ পর্যন্ত বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৭৫৭ জনের।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ২১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৯৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের তিন ও মৌলভীবাজার জেলার ১১৭ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া সাত জনই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ১২১ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৩০ জন, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ ও মৌলভীবাজার জেলায় ৭২ জন রয়েছেন।
আরও পড়ুন: রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ মৃত্যু
অপরদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
৩ বছর আগে
করোনা: কুষ্টিয়ায় ১ মৃত্যু, শনাক্ত ৪৩
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও ৫ মৃত্যু
তিনি জানান, হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৪৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২১ জন।
আরও পড়ুন: রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ মৃত্যু
এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩৬ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৬৮ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৭৪৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬৩ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৫১১ জন। আর হাসপাতালে আইনেসালেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।
৩ বছর আগে
২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও ৫ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১১ জন।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯৭ জনের। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ৫৯৫ জন।
আরও পড়ুন: সিলেটে করোনায় আরও ৯ মৃত্যু
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট এর বুলেটিনে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৫৯৫ জনের মধ্যে সিলেট জেলায় ৩২ হাজার ৯৮৪ জন, সুনামগঞ্জে ৬ হাজার ১৬৮, হবিগঞ্জে ৬ হাজার ৫৩৫ ও মৌলভীবাজারে ৭ হাজার ৮৮২ জন রয়েছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ৪ মৃত্যু, শনাক্ত ৪২
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ৫ ব্যক্তির সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১১১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯২০ জন, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ ও মৌলভীবাজার জেলায় ৭২ জন রয়েছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে রামেকে ১০ মৃত্যু
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৭৯ জন, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারের হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি রয়েছেন।
৩ বছর আগে
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ৪ মৃত্যু, শনাক্ত ৪২
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছে ৪২ জন।
সোমবার সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম জানান, হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে রামেকে ১০ মৃত্যু
আক্রান্ত এবং উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৭০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা রোগীর সংখ্যাই ৫০ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২০ জন।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন জানান, হাসপাতালে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমতে থাকায় গত তিন দিন ধরে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালটিকে আবারও পূর্বের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রুপান্তর করা হয়েছে। আউটডোর চালুসহ অন্যান্য সকল ধরনের রোগীর চিকিৎসা দেয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় করোনা উপসর্গে ১ মৃত্যু, শনাক্ত ২২
এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৭৩ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪০৭ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৭৩৬ জন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৩৬ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৭৪ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন।
আরও পড়ুন: করোনা: বিশ্বে আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়াল
৩ বছর আগে
করোনা ও উপসর্গ: বরিশালে দুই হাসপাতালে ৪ মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুজন করে মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছে ৬৫ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ১০ দশমিক ৩১ শতাংশ। সুস্থ হয়েছেন ৩১৫ জন।
রবিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ সব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে রামেকে ১০ মৃত্যু
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ২১ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৯৭৪ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৭৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ২২২ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৭ জন ভর্তি হন। করোনা উপসর্গ নিয়ে দুজন মৃত্যুবরণ করেন। হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন রোগী আছেন। এর মধ্যে ৪৩ জনের করোনা পজেটিভ, ৩৪ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:কুষ্টিয়ায় করোনা উপসর্গে ১ মৃত্যু, শনাক্ত ২২
২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১৩ জন পজিটিভ ও ১০২ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে দুজন করোনা রোগী পুটয়াখালী হাসপাতালে এবং দুইজন উপসর্গ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
আরও পড়ুন: করোনা: বিশ্বে আক্রান্তের সংখ্যা ২২ কোটি ছাড়াল
৩ বছর আগে
করোনা ও উপসর্গে রামেকে ১০ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে করোনায় চার জন ও উপসর্গ নিয়ে আরও চার জন মারা গেছেন।
এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় ১৪ জনের মৃত্যু
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের চার, নাটোরের দুই ও নওগাঁর একজন রয়েছেন। এদের মধ্যে চার জন পুরুষ ও ছয় জন নারী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪৫ জন।
আরও পড়ুন: সিলেটে করোনায় ৮ মৃত্যু, শনাক্ত ৮০
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৭৪ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ২৬ জন।
৩ বছর আগে