স্বাস্থ্যবিধি বজায় রেখে গণপরিবহন পুনরায় চালু করাসহ তিন দফা দাবি জানিয়ে রাজধানীর সায়েদাবাদ এলাকায় মিছিল করেছে পরিবহন শ্রমিকরা।
রবিবার সকালে ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে নেতা-কর্মীরা মিছিলটি বের করেন।
এর আগে শনিবার সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ উপলক্ষে সরকার দেশে গণপরিবহন পুনরায় চালু করার পরিকল্পনা করছে।
আরও পড়ুন: লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি পরিবহন মালিক সমিতির
পরিবহন মালিক ও শ্রমিকদের এ ব্যাপারে কোনও প্রকার আন্দোলন না করে ধৈর্য্য ধরারও আহ্বান জানান তিনি।
করোন মহামারি নিয়ন্ত্রণে সারাদেশ জুড়ে ৫ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। সেই সাথে বন্ধ করে দেয়া হয় গণপরিবহন চলাচল।
আরও পড়ুন: লকডাউনে খাদ্যসামগ্রী পেল কর্মহীন ১২০০ পরিবহন শ্রমিক
শুক্রবার চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
আরও পড়ুন: সরকার গণপরিবহন চালুর চিন্তা ভাবনা করছে: কাদের
কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহযোগিতা প্রদানসহ বাস চালু করতে সারা দেশের মালিকদের পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানায় সমিতি।
এক বিবৃতিতে সমিতির নেতারা বলেন, লকডাউনে বাস ছাড়া সবই চলছে। বাস চালু না থাকায় স্বাস্থ্যবিধি না মেনে বিকল্পভাবে সিএনজি চালিত অটোরিকশা, টেম্পু, থ্রি-হুইলার, মাইক্রোবাস, স্টাফ বাস এমনকি অ্যাম্বুলেন্সেও গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বরং স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাসে সিটের অর্ধেক যাত্রী অর্থাৎ দুই সিটে একজন যাত্রী নিয়ে বাস চালু থাকলে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকবে না।