সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের শর্তে মন্ত্রিসভা তিনটি বিলের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন: আগামী বছর জুনে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, ‘অধিবেশনের প্রথম দিনই এটা পুটআপ করে ২-৩ দিনের মধ্যে আইন করে যাতে ২৫, ২৬ বা ম্যাক্সিমাম ২৮ জানুয়ারির মধ্যে রেজাল্ট দিয়ে দেয়া যায়, এটাই আজকে সিদ্ধান্ত হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভায় ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স ১৯৬১ (সংশোধন)’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮’ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’ বিল সংশোধন করে তিনটি অধ্যাদেশ জারির প্রস্তাব করা হয়েছিল।
আরও পড়ুন: আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে: শিক্ষামন্ত্রী
‘কিন্তু সংসদের পরবর্তী অধিবেশন অত্যন্ত নিকটে হওয়ায় মন্ত্রিসভা অধ্যাদেশ জারির পরিবর্তে সংসদে তিনটি সংশোধনী আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। কারণ আগামী এক সপ্তাহের মধ্যেই (১৮ জানুয়ারি থেকে) সংসদের অধিবেশন বসছে,’ বলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যমান আইন অনুসারে এইচএসসি ও সমমানের মূল্যায়ন ফল পরীক্ষা না নিয়ে প্রকাশের বিধান নেই। কোভিড-১৯ মহামারির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব না হওয়ায় সংশোধনী বিলগুলো রাখা হয়েছিল।
আরও পড়ুন:এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল: শিক্ষামন্ত্রী
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে ১৯ সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে: ইউজিসি