এসআই ইউনুছ মিয়া বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের ১০৯ জনের নাম উল্লেখ করে ও ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হাজীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
আরও পড়ুন: বিএনপির বক্তব্য ‘নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো: তথ্যমন্ত্রী
এর আগে বুধবার ভোরে ছাত্রদলের দুজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তারা হলেন- হাজীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জিসান আহমেদ ছিদ্দিকী (৩৫) ও হাটিলা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের কর্মী মেহেদী হাসান (২০)।
আরও পড়ুন: জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির নানা কর্মসূচি
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল করে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বাজার সেতুর পূর্ব পাড় থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিমবাজার ঘুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলের পেছন দিকে থাকা কর্মীরা স্টেশনরোডের সম্মুখে থানার একজন উপপরিদর্শকের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় এসআই ইউনুছ মিয়া আহত হন। পরে পুলিশ হামলাস্থলের পাশের একটি দোকান থেকে ফুটেজ সংগ্রহ করে।
আরও পড়ুন: টিকা নিয়ে লুটপাটের আয়োজন চলছে, অভিযোগ বিএনপির
এদিকে, পুলিশের দায়ের করা এ মামলার বিষয়ে বিএনপির একাধিক নেতা জানান, হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপিকে চাপে রাখতে পুলিশ বিএনপির বহু নেতা-কর্মীকে আসামি করেছে।
তারা বলছেন, যারা সরাসরি পুলিশের উপর হামলা করেছে, তাদের আইনের আওতায় নেয়া হোক। এটা নিয়ে বিএনপি প্রতিবাদ করবে না।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
যোগাযোগ করা হলে হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, দুজনকে ভোররাতে গ্রেপ্তার করে আদালতে চালান দেয়া হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।