খাতা কলমে দুর্বল প্রতিপক্ষ সার্বিয়ার বিরুদ্ধে ২৫ নভেম্বর শুক্রবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ যাত্রা শুরু করছে নেইমারের ব্রাজিল।
বৃহস্পতিবার অন্যতম ফেভারিট ব্রাজিল মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে। নেইমারের দলের সেই বাধা অনায়াসে উতরে যাওয়ার কথা থাকলেও এবার শিরোপাপ্রত্যাশীদের হোঁচট খাওয়া হয়ে পড়েছে স্বাভাবিক ঘটনা।
উল্লেখ্য, গ্রুপ-জি-তে রয়েছে ব্রাজিল ও সার্বিয়া। এই নিয়ে মোট ২২ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে ব্রাজিল। অন্যদিকে সার্বিয়া এই নিয়ে ১৩ বার বিশ্বকাপের মঞ্চে নামছে।
ব্রাজিল বনাম সার্বিয়া ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে ও অনলাইনে এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার-২০২২: পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং কোথায়, কিভাবে দেখবেন
চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ফেইসবুক ও ইউটিউব
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার বনাম ইকুয়েডর ম্যাচ।
বিশ্বকাপের জন্য ব্রাজিল বনাম সার্বিয়া সম্ভাব্য একাদশ–
সম্ভাব্য লাইন আপ
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার
ব্রাজিল: (৪-২-৩-১): অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, সিলভা, মার্কুইনহোস, সান্দ্রো, পাকেতা, ক্যাসেমিরো, ভিনিসিউস, রাফিনহা, নেইমার, রিচার্লিসন
সার্বিয়া: (৩-৫-১-১) স্যাভিচ (গোলরক্ষক), মিত্রোভিচ, মিলেনকোভিচ, পাভলোভিচ, কস্তিচ, গুদলেই, মিলিনকোভিচ-স্যাভিচ, লুকিচ, জিভকোভিচ, তাদিচ, ভ্লাহোভিচ
মুখোমুখি পরিসংখ্যান
১৯৩৪ সালের বিশ্বকাপে বেলগ্রেডে ৮-৪ গোলের ব্যবধানে হারের পর থেকে সার্বিয়ার (যুগোস্লাভিয়া সহ) বিপক্ষে ১৭ ম্যাচে অপরাজিত ব্রাজিল।